thereport24.com
ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি 25, ২৮ পৌষ ১৪৩১,  ১১ রজব 1446

মোবারকগঞ্জে ট্রেন লাইনচ্যুত, খুলনার সঙ্গে যোগাযোগ বন্ধ

২০১৪ ফেব্রুয়ারি ১৭ ২০:২২:৩৯
মোবারকগঞ্জে ট্রেন লাইনচ্যুত, খুলনার সঙ্গে যোগাযোগ বন্ধ

ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার মোবারকগঞ্জ রেলস্টেশনের পাশে মালবাহী ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়েছে। ফলে খুলনার সঙ্গে সারাদেশের ট্রেন যোগাযোগ বন্ধ রয়েছে। এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ঘটনাটি ঘটেছে সোমবার সন্ধ্যা ৬টার দিকে।

মোবারকগঞ্জ রেলস্টেশনের মাস্টার ফজলুল হক জানান, খুলনা থেকে ছেড়ে আসা ঈশ্বরদীগামী মালবাহী ট্রেনটি সন্ধ্যা ৬টার দিকে মোবারকগঞ্জ স্টেশন পার হয়ে কাশিপুর রেলগেটের কাছে পৌঁছলে ট্রেনটির একটি বগি লাইনচ্যুত হয়। ফলে খুলনার সঙ্গে কুষ্টিয়া ও রাজশাহীসহ সারাদেশের ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

তিনি আরও জানান, খুলনা থেকে রিলিফ ট্রেন আসার পর উদ্ধার কাজ শুরু হবে।

(দ্য রিপোর্ট/আরএইচ/এএস/ফেব্রুয়ারি ১৭, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর