thereport24.com
ঢাকা, সোমবার, ১৩ জানুয়ারি 25, ২৯ পৌষ ১৪৩১,  ১৩ রজব 1446

লিজা-ইভা শীর্ষে

২০১৪ ফেব্রুয়ারি ১৭ ২০:৪৬:১৩
লিজা-ইভা শীর্ষে

দ্য রিপোর্ট প্রতিবেদক : সুলতানা কামাল ৩৪তম জাতীয় মহিলা দাবা চ্যাম্পিয়নশিপে দশম রাউন্ড শেষে ফিদে মাস্টার নাজরানা খান ইভা ও আন্তর্জাতিক মাস্টার শামীমা আক্তার লিজা ৮ পয়েন্ট নিয়ে যুগ্মভাবে শীর্ষে রয়েছেন। ৭ পয়েন্ট করে নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছেন ফিদে মাস্টার শারমীন সুলতানা শিরিন, আন্তর্জাতিক মহিলা মাস্টার রানী হামিদ ও ফিদে মাস্টার জাকিয়া সুলতানা। সাড়ে ৬ পয়েন্ট নিয়ে ফিদে মাস্টার তনিমা পারভীন তৃতীয় স্থানে রয়েছেন।

সোমবার দশম রাউন্ডে লিজা হারিয়েছেন দিলারা জাহান নূপুরকে। ইভা হারিয়েছেন জাহানারা হক রুনুকে। তনিমা সামিহা শারমীন সিম্মীর সঙ্গে ড্র করেছেন। এছাড়া শিরিন-সাজরীনকে, রানী হামিদ-হামিদা মাহমুদকে এবং জাকিয়া- মাহমুদা হককে হারিয়েছেন।

(দ্য রিপোর্ট/ওআইসি/এনআই/ফেব্রুয়ারি ১৭, ২০১৪)

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর