thereport24.com
ঢাকা, সোমবার, ১৩ জানুয়ারি 25, ২৯ পৌষ ১৪৩১,  ১৩ রজব 1446

চট্টগ্রামে শিশু হত্যার দায়ে মামা আটক

২০১৬ নভেম্বর ২১ ১৪:৫৬:০০
চট্টগ্রামে শিশু হত্যার দায়ে মামা আটক

চট্টগ্রাম অফিস : চট্টগ্রাম মহানগরীর হালিশহর থানার মধ্যম রামপুর ধোপাপাড়া এলাকায় মোহাম্মদ ইয়াছিন (৭) নামে এক শিশুকে হত্যা করা হয়েছে।

রবিবার (২০ নভেম্বর) রাত ২টার দিকে ধোপাপাড়ায় চীন সুলতানের বস্তিতে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

এ ব্যাপারে সোমবার দুপুরে হালিশহর থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।

এ ঘটনায় পুলিশ সন্দেহভাজন হিসেবে শিশুটির মামা মো. জুয়েলকে (৪০) আটক করেছে।

হালিশহর থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ ইয়াসিন দ্য রিপোর্ট টুয়েন্টিফোর ডটকমকে বলেন, শিশুটির মা-বাবা নেই। সে নানা-নানি ও মামার সঙ্গে থাকত। শিশুটির নানি ভিক্ষা করেন। নিহত শিশু ইয়াছিন স্থানীয় আনন্দীপুর প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্র ছিল।

এসআই মোহাম্মদ ইয়াসিন আরও জানান, পুলিশ মনে করছে, জুয়েল শিশুটিকে যৌন নির্যাতন করতেন। শিশুটি এ কথা নানা-নানিসহ অন্যদের জানিয়ে দিতে চেয়েছিল। এতে ক্ষিপ্ত হয়ে জুয়েল এ হত্যাকাণ্ড ঘটিয়ে থাকতে পারে। হত্যাকাণ্ডের সময় বাসায় আর কেউ ছিল না। শিশুটির মাথায় ইটজাতীয় বস্তু দিয়ে আঘাত করা হয়েছে। মাথার অনেকটা অংশ থেঁতলে গেছে। আটক জুয়েলকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

(দ্য রিপোর্ট/এইচ/এআরই/নভেম্বর ২১, ২০১৬)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর