thereport24.com
ঢাকা, সোমবার, ২০ জানুয়ারি 25, ৬ মাঘ ১৪৩১,  ২০ রজব 1446

জেলেদের চাল সহায়তা ১০ কেজি বাড়ল

২০১৪ ফেব্রুয়ারি ১৭ ২১:০২:৩৭
জেলেদের চাল সহায়তা ১০ কেজি বাড়ল

দ্য রিপোর্ট প্রতিবেদক : জাটকা না ধরার জন্য জেলেদের পরিবারপ্রতি চাল সহায়তার পরিমাণ ১০ কেজি বাড়ানো হয়েছে। ফেব্রুয়ারি থেকে মে এ চার মাসে জেলেদের মাসপ্রতি ৩০ কেজির স্থলে ৪০ কেজি করে চাল দেওয়া হবে।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া সোমবার অধিদফতরের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়কালে জেলেদের চাল সহায়তা বাড়নোর কথা জানান।

মন্ত্রী বলেন, জেলেদের দুর্দশার কথা বিবেচনা করে তাদের চাল সহায়তা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতে দেশের তিন লাখ ৫০ হাজার জেলে জাটকা মাছ ধরা থেকে বিরত থাকবেন।

মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেন, দুর্যোগে মানুষের অবর্ণনীয় কষ্টের সময় এই মন্ত্রণালয়ের কর্মকর্তাদের ঘরে বসে টিভিতে দুর্যোগের ছবি দেখা অমানবিক। দুর্যোগে অসহায় মানুষের সেবায় যাদের অনীহা তাদের এ মন্ত্রণালয় ও অধিদফতর থেকে অন্যত্র সরে যেতে মন্ত্রী পরামর্শ দেন।

তিনি বলেন, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এবং এর অধীন অধিদফতরের কর্মকর্তাদের কর্মতৎপরতার অভাবে সাফল্য অন্য মন্ত্রণালয় নিয়ে যায়, যা দুর্ভাগ্যজনক ।

প্রাকৃতিক দুর্যোগে সবার আগে ফায়ার ব্রিগেডের লোকজন ঘটনাস্থলে হাজির হতে পারা দুর্যোগ ব্যবস্থাপনা অধিদফতরের কর্মকর্তাদের দায়িত্বে অবহেলার প্রমাণ। এমন অবহেলা সামনের দিনগুলোতে বরদাশত করা হবে না বলেও হুঁশিয়ারি উচ্চারণ করেন মন্ত্রী।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ সচিব মেসবাহ উল আলম, অধিদফতরের মহাপরিচালক মোহাম্মদ আব্দুল ওয়াজেদ এ সময় উপস্থিত ছিলেন।

(দ্য রিপোর্ট/আরএমএম/এমএআর/এনআই/ফেব্রুয়ারি ১৭, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর