thereport24.com
ঢাকা, রবিবার, ১৯ জানুয়ারি 25, ৫ মাঘ ১৪৩১,  ১৯ রজব 1446

জালিয়াতির অভিযোগে জয়নুল আবদিনের পিএস আটক

২০১৪ ফেব্রুয়ারি ১৭ ২১:২১:১২
জালিয়াতির অভিযোগে জয়নুল আবদিনের পিএস আটক

দ্য রিপোর্ট প্রতিবেদক : জাতীয় সংসদ ভবনে জাল গেটপাস নিয়ে প্রবেশের অভিযোগে বিএনপি নেতা ও জাতীয় সংসদের সাবেক চিফ হুইপ জয়নুল আবদিন ফারুকের পিএস তাজুল ইসলামকে আটক করেছে পুলিশ।

সোমবার বেলা সাড়ে ১১টার দিকে তাকে আটক করা হয়।

শেরেবাংলা নগর থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এসআই) হাবিবুর রহমান জানান, জাতীয় সংসদ ভবনে জাল গেটপাস নিয়ে প্রবেশের অভিযোগে সকালে তাজুল ইসলামকে আটক করে সংসদ ভবনের নিরাপত্তকর্মীরা। পরে তাকে শেরেবাংলা নগর থানায় হস্তান্তর করা হয়। তার বিরুদ্ধে জালিয়াতির অভিযোগে শেরেবাংলা নগর থানায় একটি মামলা করা হয়েছে। তাকে মঙ্গলবার আদালতে পাঠানো হবে বলেও জানান তিনি।

(দ্য রিপোর্ট/এনইউডি/এনডিএস/এনআই/ফেব্রুয়ারি ১৭, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর