thereport24.com
ঢাকা, সোমবার, ১৩ জানুয়ারি 25, ২৯ পৌষ ১৪৩১,  ১৩ রজব 1446

চট্টগ্রাম ছাত্রলীগের দু’গ্রুপের সংঘর্ষে আহত ৫

২০১৬ নভেম্বর ২১ ১৭:৫০:০৩
চট্টগ্রাম ছাত্রলীগের দু’গ্রুপের সংঘর্ষে আহত ৫

চট্টগ্রাম অফিস : চট্টগ্রাম সরকারি হাজী মুহাম্মদ মহসিন কলেজে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দুই ছাত্রলীগ নেতাসহ ছুরিকাঘাতে আহত হয়েছে আরও ৫ জন।

ছুরিকাঘাতে আহত মহিবুর রহমান জীবন (২৩) ও আবীরকে (২১) উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সোমবার (২১ নভেম্বর) দুপুরে কলেজ ক্যাম্পাসে নগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক নুরুল আজিম রণির অনুসারিদের সাথে স্থানীয় চকবাজার যুবলীগ নেতা টিনুর অনুসারিদের মধ্যে এই ঘটনা ঘটে।

চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর নুরুল হুদা বিষয়টি নিশ্চিত করে দ্য রিপোর্ট টুয়েন্টিফোর ডটকমকে জানান, আমরা ঘটনাস্থলে আছি। পরিস্থিতি এখন আমাদের নিয়ন্ত্রণে।

এ ব্যাপারে ছাত্রলীগের সাধারণ সম্পাদক নুরুল আজিম রণি বলেন, মহসিন কলেজে ছাত্রদের মধ্যে হাতাহাতি হয়েছে শুনেছি। আমি প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে ছিলাম তাই বিস্তারিত কিছু জানি না।

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের পুলিশ ফাঁড়ির নায়েক হামিদুর রহমান দ্য রিপোর্টকে জানান, দুইজনকে গুরুতর আহত অবস্থায় মেডিকেলে আনা হয়েছে। তাদের মধ্যে আবীরের অবস্থা আশঙ্কাজনক।

(দ্য রিপোর্ট/কেএনইউ/এপি/নভেম্বর ২১, ২০১৬)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর