thereport24.com
ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি 25, ২৮ পৌষ ১৪৩১,  ১১ রজব 1446

বঙ্গোপসাগরে অপহৃত ২০ জেলে উদ্ধার

২০১৪ ফেব্রুয়ারি ১৭ ২১:২৮:৫৪
বঙ্গোপসাগরে অপহৃত ২০ জেলে উদ্ধার

বাগেরহাট প্রতিনিধি : শরণখোলা রেঞ্জের ডিমের চর (মংলা পশ্চিম জোন ও পাথরঘাটা) এলাকা থেকে সোমবার দুপুরে এফ বি আব্দুল্লাহ ট্রলারসহ অপহৃত ২০ জেলেকে উদ্ধার করেছে কোস্টগার্ড সদস্যরা।

কোস্টগার্ডের পশ্চিম জোনের (মংলা) অপারেশন স্টাফ অফিসার লে. কমান্ডার এম মহিউদ্দিন মজুমদার দ্য রিপোর্টকে জানান, অপহরণের খবর শুনে অভিযান চালিয়ে শরণখোলা রেঞ্জের ডিমের চর এলাকা থেকে এফ বি আব্দুল্লাহ ট্রলারসহ অপহৃত ২০ জেলেকে উদ্ধার করা হয়েছে। এ ছাড়া বাকি জেলেদের উদ্ধার ও দস্যু দমনে অভিযান অব্যাহত রয়েছে।

তবে কোন বাহিনী জেলেদের অপহরণ করেছে তা নিশ্চিত করে বলতে পারেননি এম মহিউদ্দিন মজুমদার।

র‌্যাব-৮ এর উপ-অধিনায়ক আনোয়ারুল কবির জানান, জেলেদের উদ্ধারের জন্য র‌্যাবের একটি দল ইতোমধ্যে অভিযান শুরু করেছে। আশা করি দ্রুত তাদের উদ্ধার করা সম্ভব হবে।

অপহৃত ও উদ্ধার হওয়া জেলেদের বাড়ি বাগেরহাটের শরণখোলা, পিরোজপুরের মঠবাড়িয়া, তুষখালী ও বরগুনা জেলার পাথরঘাটা উপজেলা সদর, জ্ঞানপাড়া, চরদোয়ানী, বাদুরতলা ও জিয়ানগর উপজেলার বিভিন্ন এলাকায় বলে জানা গেছে। তবে তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় জানা সম্ভব হয়নি।

বঙ্গোপসাগরের ফেয়ারওয়ে বয়া এলাকায় শুক্র, শনি ও রবিবার গভীর রাতে দস্যু বাহিনীর সদস্যরা জেলেবহরে হামলা ও লুটপাটের পাশাপাশি ৪০ জেলেকে অপহরণ করে নিয়ে যায়।

(দ্য রিপোর্ট/এএস/এমএইচও/এমএআর/এনআই/ফেব্রুায়ারি ১৭, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর