thereport24.com
ঢাকা, সোমবার, ২০ জানুয়ারি 25, ৬ মাঘ ১৪৩১,  ২০ রজব 1446

রেল কর্মচারী হত্যা, আসামির স্বীকারোক্তিমূলক জবানবন্দী

২০১৪ ফেব্রুয়ারি ১৭ ২১:৫৪:৪৭
রেল কর্মচারী হত্যা, আসামির স্বীকারোক্তিমূলক জবানবন্দী

দ্য রিপোর্ট প্রতিবেদক : কমলাপুর রেল স্টেশনের কর্মচারী মো. ইসরাফিল আলম হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে ৩ জনকে গ্রেফতার করেছে সিআইডি। এদের মধ্যে আবু তালেব হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দী দিয়েছেন।

সিআইডির কর্মকর্তা আব্দুল কাহার আখন্দ জানান, সোমবার সকাল ১১টার দিকে রাজধানীর গুলশান এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতার ১ জনের নাম আবু তালেব। বাকি ২ জনের নাম জানা যায়নি। এদের মধ্যে আবু তালেব হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দী দিয়েছেন।

তিনি জানান, হত্যাকাণ্ডের মোটিভ উদঘাটন করা হয়েছে। শিগগিরই এ মামলায় অভিযুক্তদের গ্রেফতার করে আদালতে অভিযোগপত্র দাখিল করা হবে।

প্রসঙ্গত, ২০১৩ সালের ৫ অক্টোবর কমলাপুর স্টেশনের টিকেট কাউন্টার থেকে ইসরাফিলের লাশ উদ্ধার করে পুলিশ। তিনি কমলাপুর রেলওয়ে স্টেশনের চুক্তিভিত্তিক বুকিং ক্লার্ক হিসেবে কমরত ছিলেন। তার গলায় রশি বেঁধে শ্বাসরোধে হত্যা করা হয়েছিল। এ সময় রেল কর্মীর কাছ থেকে দুর্বৃত্তরা টিকেট বিক্রির ১৫ লাখ টাকা লুট করে নিয়ে যায়।

(দ্য রিপোর্ট/এনইউডি/এনডিএস/সা/ফেব্রুয়ারি ১৭, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর