thereport24.com
ঢাকা, সোমবার, ১৩ জানুয়ারি 25, ২৯ পৌষ ১৪৩১,  ১৩ রজব 1446

চট্টগ্রামে ডেভেলপার মালিকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

২০১৬ নভেম্বর ২২ ২০:৪২:২১
চট্টগ্রামে ডেভেলপার মালিকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

চট্টগ্রাম অফিস : চট্টগ্রামে চেক প্রতারণার অভিযোগে ডেভেলপার প্রতিষ্ঠান ‘হীরাঝিল প্রপার্টিজ ডেভেলপমেন্ট প্রাইভেট লিমিটেড’র এমডি সৈয়দ মো. নাসির উদ্দিনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত। মঙ্গলবার (২২ নভেম্বর) বিকেলে চট্টগ্রাম মহানগর হাকিম আবদুল কাদেরের আদালত এ আদেশ দেন। মামলার বাদী পক্ষের আইনজীবী আতাউর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

মামলার বাদী নুরুন্নবী চৌধুরীর অভিযোগে জানা যায়, হীরাঝিল প্রপার্টিজকে বসুমতি আনোয়ারা সিটি প্রকল্পের দুটি প্লটের জন্য বুকিং দেন নুরুন্নবী চৌধুরী। পরে প্লটগুলোর বিষয়ে বিভিন্ন অনিয়মের কারণ বুঝতে পেরে টাকা ফেরত চান তিনি। হীরাঝিল প্রপার্টিজ তাকে কিস্তির টাকা ফেরতের জন্য ১৬ লাখ টাকার একটি চেক দেয়।

চেকটি ১ আগস্ট ব্যাংকে জমা দেওয়া হলে এ্যাকাউন্টে টাকা না থাকার কারণে বার বার চেকটি ডিজঅনার হয়। ফলে বাধ্য হয়ে তিনি ২৬ সেপ্টেম্বর আদালতে মামলা দায়ের করেন। ওই মামলায় আদালত আসামিকে হাজিরের জন্য সমন জারি করেন। কিন্তু সমন পেয়েও আদালতে হাজির না হওয়ায় আদালত মঙ্গলবার এ মামলার আসামি নাসির উদ্দিনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।

(দ্য রিপোর্ট/এমএইচএ/এপি/এনআই/নভেম্বর ২২, ২০১৬)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর