thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১,  ২২ জমাদিউস সানি 1446

নরওয়ে ছিনতাইকারীর ছুরিকাঘাতে নিহত তিন

২০১৩ নভেম্বর ০৫ ২১:৫৫:৫২
নরওয়ে ছিনতাইকারীর ছুরিকাঘাতে নিহত তিন

দিরিপোর্ট২৪ ডেস্ক: নরওয়েতে একটি বাস ছিনতাই করে তিনজনকে হত্যা করেছে এক ব্যক্তি। কর্মকর্তারা জানিয়েছেন, নরওয়ের পশ্চিমাঞ্চলে একটি দূরপাল্লার গাড়ি ছুরির মুখে ছিনতাই করে ওই হামলাকারী। এ ঘটনায় নিহতদের মধ্যে একজন সুইডেনের নাগরিকও রয়েছে। খবর আল-জাজিরার।

নরওয়ে পুলিশ জানিয়েছে, দক্ষিণ সুদানের নাগরিক সন্দেহভাজন ওই ব্যক্তি দেশটিতে রাজনৈতিক আশ্রয় চেয়ে ব্যর্থ হওয়ার এমন ঘটনা ঘটিয়েছে। এ ঘটনায় ওই ব্যক্তি নিজেও আহত হন এবং একটি হাসপাতালে চিকিৎসাধীন আছেন। পুলিশ কর্মকর্তা আগে লোসেথ বলেছেন, মঙ্গলবার ওই ব্যক্তির নরওয়ে ছাড়ার কথা ছিল।

হামলাকারী ব্যক্তি পশ্চিমাঞ্চলীয় নরওয়ের আরডাল শহরে একটি শরণার্থী শিবিরে অবস্থান করছিল। ওই প্রতিষ্ঠানের সহকারি পরিচালক টর ব্রেক্কে এই ঘটনাকে ‘সম্পূর্ণভাবে অপ্রত্যাশিত’ বলে বর্ণনা করেছেন। তিনি বলেন, ওই ব্যক্তির আচরণে কোন ধরনের অস্বাভাবিকতা লক্ষ্ করা যায়নি। সে এমনটা করতে পারে সেটা ভাবনাতে ছিল না।

সোমবার রাতে সড়ক দুর্ঘটনা ঘটেছে এমন খবর পেয়ে দমকল বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে ছুটে যায় এবং হামলাকারীকে আটক করে। তবে তাৎক্ষণিকভাবে হামলার কারণ জানা যায় নি।

(দিরিপোর্ট২৪/আদসি/এমডি/নভেম্বর ০৫, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর