thereport24.com
ঢাকা, শুক্রবার, ১০ জানুয়ারি 25, ২৭ পৌষ ১৪৩১,  ১০ রজব 1446

নির্বাচন বর্জনের হুমকি দিলেন সরোয়ার

২০১৪ ফেব্রুয়ারি ১৭ ২২:১৯:১২
নির্বাচন বর্জনের হুমকি দিলেন সরোয়ার

বরিশাল অফিস : উপজেলা নির্বাচনের যে পরিবেশ তা ভোটের উপযোগী নয়। শান্তিপূর্ণ পরিবেশ না থাকলে নির্বাচন বর্জনের ঘোষণা দিলেন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও বরিশাল নগর বিএনপি সভাপতি মজিবর রহমান সরোয়ার।

তিনি আরও বলেন, তাদের প্রার্থীদের নির্বাচনী অফিস ভাঙচুর হচ্ছে, অহেতুক কর্মী-সমর্থকদের পুলিশ গ্রেফতার করছে। এ জন্য তিনি বরিশালের প্রশাসনের প্রতি আহ্বান জানান, সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্নে পরিবেশ ফিরিয়ে আনতে। অন্যথায় তারা নির্বাচন বর্জন করবেন। বরিশাল প্রেস ক্লাবে রাত ৮টায় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এ কথা বলেন।

বরিশাল প্রেস ক্লাবের কনফারেন্স রুমে এ সময় উপস্থিত ছিলেন জেলা উত্তর বিএনপির সাধারণ সম্পাদক আকন কুদ্দুসুর রহমান, কোতোয়ালি বিএনপি সভাপতি ও উপজেলা চেয়ারম্যান প্রার্থী অ্যাডভোকেট এনায়েত হোসেন বাচ্চু, মহানগর কমিটির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কামরুল আহসান শাহিন, সহ-সম্পাদক আনোয়ার হক তারিনসহ অন্যরা।

এখানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সরোয়ার আরও বলেন, তাদের চলমান আন্দোলনের অংশ হিসেবে উপজেলা নির্বাচনে অংশ নিচ্ছে। যেহেতু কর্মী, সমর্থক ও ভোটাররা নির্বাচনমুখী। এ নির্বাচনের মধ্য দিয়ে আমরা সরকারকে চ্যালেঞ্জ ছুড়ে দিতে চাই। উপমা টেনে বলেন, ৫ জানুয়ারির সংসদ নির্বাচনে ১৫৩ সংসদ সদস্য বিনাভোটে নির্বাচিত, ৪৭টি কেন্দ্রে একটি ভোটও পড়েনি এবং ৭ কোটি ২ লাখ ভোটার বঞ্চিত হয়েছেন ভোট প্রদান থেকে। এ জন্য তিনি প্রত্যয় ব্যক্ত করেন, সংলাপ হবে এবং সকল দলের অংশগ্রহণে বাংলাদেশে একটি নিরপেক্ষ জাতীয় নির্বাচন হবে।

(দ্য রিপোর্ট/বিএস/এএস/সা/ফেব্রুয়ারি ১৭, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর