thereport24.com
ঢাকা, সোমবার, ২০ জানুয়ারি 25, ৬ মাঘ ১৪৩১,  ২০ রজব 1446

বাসাবোতে সড়ক দুর্ঘটনায় নিহত এক

২০১৪ ফেব্রুয়ারি ১৭ ২২:৪২:০২
বাসাবোতে সড়ক দুর্ঘটনায় নিহত এক

দ্য রিপোর্ট প্রতিবেদক : রাজধানীর সবুজবাগ থানাধীন বাসাবোর অতীশ দীপঙ্কর রোডে কাভার্ড ভ্যানের ধাক্কায় আতিকুর রহমান নামে একজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন নিহতের বোন ও একজন রিক্সাচালক। সোমবার রাত পৌনে ১০টার দিকে এ ঘটনা ঘটে। থানা সূত্রে এ সব তথ্য জানা গেছে।

সবুজবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) বেলাল হোসেন জানান, বাংলালিংক লেখা একটি কাভার্ড ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে ওই রোডের হেলথ এইড হসপিটাল নামের একটি হেলথ সেন্টারের গেটে ধাক্কা দেয়।

তিনি আরও জানান, ওই সময় আতিকুর ও তার বোন ডাক্তার দেখিয়ে হেলথ সেন্টারের সামনে দাঁড়িয়ে ছিলেন। আর রিক্সাচালক রিক্সা নিয়ে দাঁড়িয়ে ছিল তাদের পাশে। কাভার্ড ভ্যানটি তাদের আঘাত করলে আতিকুর ঘটনাস্থলেই মারা যান। তার বোন সামান্য আহত হয়েছেন। তবে রিক্সাচালক গুরুতর আহত হয়েছে বলে তিনি জানান।

এদিকে আহতদের ঢাকা মেডিকেল কলেজে পাঠানো হয়েছে বলে জানা গেছে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজে পাঠানোর প্রস্তুতি চলছে।

(দ্য রিপোর্ট/এএইচএ-এনইউডি/এমডি/সা/ফেব্রুয়ারি ১৭, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর