thereport24.com
ঢাকা, সোমবার, ২০ জানুয়ারি 25, ৬ মাঘ ১৪৩১,  ২০ রজব 1446

ইরাক ফেরত ১১ শ্রমিকের পক্ষে

মানবপাচার আইনে মামলা

২০১৪ ফেব্রুয়ারি ১৭ ২২:৫৩:২২
মানবপাচার আইনে মামলা

দ্য রিপোর্ট প্রতিবেদক : অসহনীয় দুর্ভোগের পর ইরাক থেকে দেশে ফিরে আসা ১১ শ্রমিকের পক্ষে মো. শফিকুল ইসলাম বিমানবন্দর থানায় মানবপাচার আইনে মামলা করেছেন। মামলায় চারজনের নাম উল্লেখ করে পাঁচজনকে আসামি করা হয়েছে। মামলা নং- ৪২, ১৭/০২/২০১৪। থানা সূত্রে এই তথ্য জানা গেছে।

যাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে তারা হলেন- মো. নাসির খান, জয়নাল আবেদীন, মতিউল রহমান ও রুকনোজ্জামান। এ ছাড়া আরও একজনকে অজ্ঞাত হিসেবে উল্লেখ করা হয়েছে।

অভিযুক্তদের মধ্যে মো. নাসির খান মেসার্স ট্রেড ইন্টারন্যাশনালের স্বত্বাধিকারী, মতিউল রহমান বাংলাদেশ মাইগ্রেন্ট ফাউন্ডেশনের স্বত্বাধিকারী এবং রুকনোজ্জামান মেসার্স মর্নিং সান এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী।

মামলার বরাত দিয়ে বিমানবন্দর থানার উপ-পরিদর্শক মোস্তাফিজুর রহমান বলেন, ১১ মাস আগে কয়েকটি কোম্পানির পরিচয়ে দালালরা টাকা নিয়ে ২৭ শ্রমিককে ইরাকে পাঠায়। শর্ত ছিল চাকরি ও বিভিন্ন সুযোগ-সুবিধা দেওয়া হবে। কিন্তু সেখানে নিয়ে তাদের আর চাকরি দেওয়া হয়নি। এমনকি তাদের পচা খাবার এবং নিম্নমানের বাসাতে থাকতে দেওয়া হয়।

তিনি আরও জানান, ফিরে আসা শ্রমিকদের অধিকাংশই ধার করে বিদেশে গিয়েছিল। এখন তারা নিঃস্ব হয়ে দেশে ফিরে এসেছেন। তাই মামলায় ক্ষতিপূরণের বিষয়টিও উল্লেখ করা হয়েছে।

মামলার বাদী শফিকুল ইসলাম বলেন, আমাদের ক্ষতিপূরণের বিষয়টি যেন গুরুত্ব দিয়ে বিবেচনা করা হয়।

উল্লেখ্য, ২০১৩ সালের ফেব্রুয়ারি ও মার্চ মাসের বিভিন্ন সময়ে মেসার্স মর্নিং সান এন্টারপ্রাইজ, মেসার্স মেঘনা ট্রেড ইন্টারন্যাশনাল, মেসার্স ইস্ট বেঙ্গল ওভারসিজ ও মেসার্স আইডিয়া ইন্টারন্যাশনাল লিমিটেড নামে চারটি রিক্রুটিং এজেন্সির মাধ্যমে ২৭ বাংলাদেশি শ্রমিক ইরাকে যায়। মাসে তাদের ৩৫০ ইউএস ডলার বেতন দেওয়া হবে- এই শর্তে কোম্পানিগুলো তাদের প্রতিজনের কাছ থেকে তিন থেকে চার লাখ টাকা হাতিয়ে নেয়। ইরাকের একটি কোম্পানিতে দীর্ঘ আট মাস মানবেতর জীবনযাপন করার পর ১১ জন দেশে আসতে সক্ষম হলেও বাকিরা সেখানেই রয়ে যান।

(দ্য রিপোর্ট/এএইচএ/এপি/এমএআর/সা/ফেব্রুয়ারি ১৭, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর