thereport24.com
ঢাকা, শনিবার, ২৭ এপ্রিল 24, ১৪ বৈশাখ ১৪৩১,  ১৮ শাওয়াল 1445

চট্টগ্রামে আগুনে পুড়েছে দোকান ও বস্তিঘর

২০১৬ নভেম্বর ২৪ ১৫:২৫:৩৫
চট্টগ্রামে আগুনে পুড়েছে দোকান ও বস্তিঘর

চট্টগ্রাম অফিস : চট্টগ্রামে ১নং রেললাইন সংলগ্ন বস্তিতে আগুনে পুড়ে গেছে অন্তত বিভিন্ন ধরনের দোকান ও বস্তি ঘর।

বৃহস্পতিবার(২৪ নভেম্বর) ভোরে এ মহানগরীর আকবরশাহ থানাধীন সিডিএ রোডে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

খবর পেয়ে দমকল বাহিনীর ৩টি ইউনিটের ৭টি গাড়ি গিয়ে দেড়ঘন্টা চেষ্টার পর বৃহস্পতিবার ভোর পৌনে ৫টার দিকে আগুন নিয়ন্ত্রনে আনে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রাত ৩টা ১০ মিনিটের দিকে হঠাৎ সিডিএ এক নম্বরে রেল লাইন সংলগ্ন বস্তিতে আগুনের লাগে। পাশ্ববর্তি ফার্নিচার দোকান থেকে আগুনের সূত্রপাত হয় এবং পড়ে তা দ্রুত পিছনের বস্তিতে ছড়িয়ে পড়ে বলে জানান বস্তিতবাসি।

প্রথমে বস্তির ও আশেপাশের লোকজন পানি ছিটিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। পরে নগরীর আগ্রাবাদ, নন্দনকানন ফায়ার সার্ভিসের স্টেশন থেকে ৩টি ইউনিটের ৭টি গাড়ি গিয়ে আগুন নেভানোর কাজে অংশ নেয়।

ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মো. জসিম উদ্দিন দ্য রিপোর্ট টুয়েন্টিফোর ডটকমকে জানান, আগুনে প্রায় ১২টি ছোট দোকান এবং বস্তির কয়েকটি ঘর পুড়ে গেছে।৩টি ইউনিটের ৭টি গাড়ি দেড়ঘন্টা চেষ্টা চালিয়ে ভোরে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনে।

এসময় কেউ হতাহত হয়নি। আগুনে প্রায় ১৫ লাখ টাকার ক্ষতি হয়েছে।এছাড়া ফায়ার সার্ভিস ২০ লাখ টাকার সম্পদ রক্ষা করা সম্ভব হয়েছে।

(দ্য রিপোর্ট/একেএ/এন/নভেম্বর ২৪, ২০১৬)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর