thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি 25, ২ মাঘ ১৪৩১,  ১৬ রজব 1446

উত্তর কোরিয়ার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ

২০১৪ ফেব্রুয়ারি ১৮ ০১:৩৮:৩৯
উত্তর কোরিয়ার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ

দ্য রিপোর্ট ডেস্ক : এবার উত্তর কোরিয়ার কমিউনিস্ট নেতৃত্বের বিরুদ্ধে মানবতার বিরুদ্ধে অপরাধের অভিযোগ আনল জাতিসংঘ। তাদের বিরুদ্ধে নিজেদের জনগণকে হত্যা, অনাহারে রাখা ও দাসত্বের শৃঙ্খলে বন্দী করে রাখার অভিযোগ আনা হয়েছে।

জাতিসংঘের অনুমোদনপ্রাপ্ত একটি তদন্তকারী দল এ অভিযোগ উত্থাপন করেছে। তদন্তকারী ওই দলটি এ জন্য উত্তর কোরিয়ার কমিউনিস্ট নেতৃত্বকে আন্তর্জাতিক আদালতে বিচারের মুখোমুখি করা উচিৎ বলেও মন্তব্য করেছে।

ইউএন কমিশন অফ ইনকোয়ারি অন হিউম্যান রাইটস ইন নর্থ কোরিয়া নামের ওই তদন্তকারী দলটি সোমবার তাদের তদন্ত প্রতিবেদন প্রকাশ করে। এ সময় তারা দেশটির লেবার ক্যাম্পে নির্যাতন, ধর্ষণ ও খুনের মত ঘটনারও সাক্ষ্য প্রমাণ হাজির করেন। লেবার ক্যাম্পটিতে সাধারণত দেশটির রাজবন্দীদের আটক রাখা হয়।

প্রতিবেদনটি উপস্থাপন করে তদন্ত কমিশনের চেয়ারম্যান মাইকেল কার্বি বলেন, ‘উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জন উনসহ দেশটির রাষ্ট্রীয় নেতৃত্বকে বিভিন্ন অপরাধের যে সাক্ষ্য প্রমাণ হাজির করা হয়েছে সে ব্যাপারে জবাবদিহি করতে হবে।’

কার্বি আরও বলেন, ‘বিভিন্ন অপরাধের প্রচুর সাক্ষ্য প্রমাণ পাওয়া গেছে। যারা ক্ষমতাসীন প্রধানত তারাই এ সব অপরাধের জন্য দায়ী। দেশটির সর্বোচ্চ নেতা কিম জন উনও এ সব অপরাধের জন্য দায়ী।’

আন্তর্জাতিক সম্প্রদায় অবিলম্বে এ অপরাধের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ নিবে বলেও আশা প্রকাশ করেছে ওই তদন্তকারী দলটি।

তবে ওই তদন্ত কমিশনের প্রতিবেদন অত্যন্ত কঠোরভাবে পুরোপুরি প্রত্যাখ্যান করেছে উত্তর কোরিয়া। উত্তর কোরিয়া প্রতিবেদনটিকে ‘রাজনৈতিক চক্রান্তের হাতিয়ার’ আখ্যা দিয়ে প্রত্যাখ্যান করে।

বার্তা সংস্থা রয়টার্সকে পাঠানো দু’পাতার এক বিবৃতিতে উত্তর কোরিয়া বলেছে, ওই প্রতিবেদন জাল ও মনগড়া এবং রাজনৈতিক ষড়যন্ত্রের পটভূমি প্রস্তুত করার জন্য তৈরি করা হয়েছে।

এ ছাড়া মানবাধিকার ইস্যুকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে বলেও অভিযোগ করেছে উত্তর কোরিয়া। তারা মানবাধিকার লঙ্ঘন এবং মানবতার বিরুদ্ধে কোনো রকম অপরাধের অভিযোগও অস্বীকার করে।

বিবৃতিতে উত্তর কোরিয়া বলে, ‘মানবাধিকার রক্ষার নামে শাসন ব্যবস্থা পরিবর্তন কিংবা চাপ প্রয়োগের চেষ্টার বিরুদ্ধে আমরা শেষ পর্যন্ত তীব্র প্রতিক্রিয়া জানিয়ে যাব। তথাকথিত ওই প্রতিবেদনে মানবাধিকার লঙ্ঘনের যে দাবি করা হয়েছে তার কোনো অস্তিত্ব আমাদের দেশে নেই।’ (সূত্র : বিবিসি ও আলজাজিরা)

(দ্য রিপোর্ট/এমএটি/এমডি/সা/ফেব্রুয়ারি ১৮, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর