thereport24.com
ঢাকা, শুক্রবার, ১০ জানুয়ারি 25, ২৭ পৌষ ১৪৩১,  ১০ রজব 1446

ক্লিনিক ম্যানেজারের বিরুদ্ধে অভিযোগ

ঠাকুরগাঁওয়ে প্রসূতির মৃত্যু

২০১৪ ফেব্রুয়ারি ১৮ ০৪:১৯:০১
ঠাকুরগাঁওয়ে প্রসূতির মৃত্যু

ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ে ডাক্তার সেজে একটি ক্লিনিকের ম্যানেজার অপারেশন করায় এক প্রসূতির মৃত্যু হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। সদর হাসপাতালসংলগ্ন পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় অবস্থিত নিউ স্কয়ার হাসপাতাল নামে একটি ক্লিনিকে সোমবার রাতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

জানা গেছে, বীরগঞ্জ উপজেলার শিবরামপুর গ্রামের মদন চন্দ্র রায়ের স্ত্রী জবা রানীকে (৩০) সোমবার সন্ধ্যায় ওই ক্লিনিকে ভর্তি করা হয়। জবা রানীর স্বামী মদন চন্দ্র রায় অভিযোগ করে বলেন, ডাক্তার না থাকায় ক্লিনিকের মালিক ও ম্যানেজার মো. শাহীন দুজন মিলে তার স্ত্রীর অপারেশন শুরু করে দেন। অপারেশনের সময় জবা রানী মারা যান।

এ ঘটনা জানাজানি হলে এলাকাবাসীর মধ্যে ক্ষোভের সঞ্চার হয়। অভিযোগ পেয়ে ঠাকুরগাঁওয়ের নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) ওয়াসিমুল বারি ও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ খান ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

(দ্য রিপোর্ট/এনএইচ/এমডি/সা/এজেড/ফেব্রুয়ারি ১৮, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর