thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি 25, ৩ মাঘ ১৪৩১,  ১৬ রজব 1446

বাহুবলে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

২০১৪ ফেব্রুয়ারি ১৮ ০৬:১৬:৩৫
বাহুবলে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

হবিগঞ্জ প্রতিনিধি : জেলার ঢাকা-সিলেট রেলপথের বাহুবল উপজেলার তুঙ্গেশ্বর বাজারের কাছে কুশিয়ারা ট্রেনের নিচে কাটা পড়ে আব্দুল হাই (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

সোমবার রাত ১০টার দিকে বাহুবল উপজেলার তুঙ্গেশ্বর বাজারের লেবেল ক্রসিংয়ের কাছে এ ঘটনাটি ঘটে।

নিহত আব্দুল হাই বাহুবল উপজেলার দত্তপাড়া গ্রামের আমির আলীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, রাত ১০টায় সিলেট থেকে আখাউড়াগামী যাত্রীবাহী কুশিয়ারা ট্রেনটি বাহুবল উপজেলার তুঙ্গেশ্বর বাজারের লেবেল ক্রসিং অতিক্রমকালে নিহত আব্দুল হাই কাটা পড়েন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

পরে খবর পেয়ে শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশন ফাঁড়ি পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ফাঁড়িতে নিয়ে যায়।

শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশন ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) শাহ আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

(দ্য রিপোর্ট/এফসি/এমডি/এজেড/ফেব্রুয়ারি ১৮, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর