thereport24.com
ঢাকা, সোমবার, ২০ জানুয়ারি 25, ৬ মাঘ ১৪৩১,  ২০ রজব 1446

চকবাজারে ডাকাতি

রাজধানীতে বোমার আঘাতে স্ত্রীসহ বাড়ির মালিক আহত

২০১৪ ফেব্রুয়ারি ১৮ ০৭:৫৬:৫০
রাজধানীতে বোমার আঘাতে স্ত্রীসহ বাড়ির মালিক আহত

দ্য রিপোর্ট প্রতিবেদক : রাজধানীর চকবাজার থানার পশ্চিম ইসলামবাগ এলাকার ৫৯/৩/বি নাম্বার বাসায় চার মুখোশধারী সশস্ত্র ডাকাত ডাকাতি করে পালিয়ে যাওয়ার সময় বোমার বিস্ফোরণ ঘটায়। এতে বাড়ির মালিক করিম ফকির ও তার স্ত্রী সেলিনা বেগম আহত হয়েছেন। মঙ্গলবার ভোর ৫টার দিকে এ ঘটনা ঘটে।

বাড়িওয়ালার ছেলে মো. সোহাগ জানান, তারা চারতলা ওই বাড়ির তিনতলায় থাকতেন। ভোরে চারজন মুখোশধারী ডাকাত অস্ত্র্রের মুখে ৭ ভরি স্বর্ণ ও ১ লাখ টাকা নিয়ে যায়। ডাকাত দল পালিয়ে যাওয়ার সময় তার বাবা-মা চিৎকার করলে বোমার বিস্ফোরণ ঘটায়। এতে তার বাবার দুই পা ও মায়ের এক পায়ে স্প্লিন্টারবিদ্ধ হয়।

আহত অবস্থায় তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।

চকবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) আজিজুল হক বলেন, ‘ঘটনাটি শুনেছি, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।’

(দ্য রিপোর্ট/এএইচএ-এসআর/এমডি/এজেড/ফেব্রুয়ারি ১৮, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর