thereport24.com
ঢাকা, রবিবার, ২ জুন ২০২৪, ১৮ জ্যৈষ্ঠ ১৪৩১,  ২৫ জিলকদ  ১৪৪৫

পাপুয়া নিউগিনিতে অভিবাসী আটক কেন্দ্রে দাঙ্গা, নিহত ১

২০১৪ ফেব্রুয়ারি ১৮ ০৯:২৭:০৫
পাপুয়া নিউগিনিতে অভিবাসী আটক কেন্দ্রে দাঙ্গা, নিহত ১

দ্য ‍রিপোর্ট ডেস্ক : পাপুয়া নিউগিনিতে অবস্থিত অস্ট্রেলিয়ার অভিবাসী আটক কেন্দ্রে দাঙ্গার দ্বিতীয় রাতে সংঘর্ষে এক শরণার্থী নিহত ও ৭৭ জন আহত হয়েছেন।

পাপুয়া নিউগিনির মানুস দ্বীপে হতাহতের এ ঘটনা ঘটে বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা মঙ্গলবার জানিয়েছেন।

ওই অভিবাসী আটক কেন্দ্র থেকে রবিবার সন্ধ্যায় ৩৫ জন শরণার্থীর পালিয়ে যাওয়ার জের ধরে এ সংঘাতের ঘটনা ঘটে।

অস্ট্রেলিয়ার অভিবাসীবিষয়ক মন্ত্রী স্কট মরিসন এ মৃত্যুর ঘটনাকে ‘অন্তত দুঃখজনক’ বলেছেন।

তিনি বলেন, ‘এটা দুঃখজনক ঘটনা। একই সঙ্গে ভীষণ বিপজ্জনক পরিস্থিতিও। শরণার্থীরা সংহিসতাপূর্ণ উপায়ে প্রতিবাদ করছে এবং শরণার্থী শিবিরের বাইরে গিয়ে নিজেদের ঝুঁকির মধ্যে ফেলছে।’

আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন তিনি।

পালিয়ে যাওয়া শরণার্থীদের শিগগিরই খুঁজে বের করা হবে বলেও জানিয়েছেন মরিসন।

এদিকে, নাউরুতে অবস্থিত অস্ট্রেলিয়ার আরেকটি অভিবাসী আটক কেন্দ্রের পরিস্থিতির তীব্র সমালোচনা করেছে জাতিসংঘ ও মানবাধিকার সংগঠনগুলো।

জাতিসংঘের শরণার্থীবিষয়ক হাইকমিশনের (ইউএনএইচসিআর) শরণার্থীদের ধরন নিয়ে করা একটি প্রতিবেদনে দেখা গেছে, ২০১২ সালে অস্ট্রেলিয়া বিশ্বের মাত্র ৩ শতাংশ আশ্রয়প্রার্থীর আবেদন পেয়েছে। এরপরও শরণার্থী অস্ট্রেলিয়ার জন্য একটি সংবেদনশীল বিষয়। (সূত্র : বিবিসি, এএফপি)

(দ্য রিপোর্ট/কেএন/জেএম/এজেড/ফেব্রুয়ারি ১৮, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর