thereport24.com
ঢাকা, রবিবার, ৫ জানুয়ারি 25, ২২ পৌষ ১৪৩১,  ৫ রজব 1446

সাবেক ধর্ম প্রতিমন্ত্রীর এপিএসকে দুদকে জিজ্ঞাসাবাদ

২০১৪ ফেব্রুয়ারি ১৮ ১০:২৮:৩১
সাবেক ধর্ম প্রতিমন্ত্রীর এপিএসকে দুদকে জিজ্ঞাসাবাদ

দ্য রিপোর্ট প্রতিবেদক : জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে সাবেক ধর্ম প্রতিমন্ত্রী অ্যাডভোকেট মো. শাহজাহান মিয়ার এপিএস শৌমেন্দ চন্দ্র শৈলেনকে জিজ্ঞাসাবাদ করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

রাজধানীর সেগুনবাগিচায় দুদক কার্যালয়ে মঙ্গলবার সকাল ১০টা থেকে তার জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে। দুদকের উপ-পরিচালক আহসান আলী তাকে জিজ্ঞাসাবাদ করছেন। জিজ্ঞাসাবাদ দুপুর পর্যন্ত চলবে বলে জানা গেছে।

নাম প্রকাশে অনিচ্ছুক দুদকের এক কর্মকর্তা দ্য রিপোর্টকে জানান, জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে শৈলেনকে জিজ্ঞাসাবাদের পর সাবেক ধর্ম প্রতিমন্ত্রী অ্যাডভোকেট মো. শাহজাহান মিয়াকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হবে।

দুদক সূত্র জানায়, প্রায় ৫০ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে এপিএস শৈলেনের বিরুদ্ধে। শৈলেনের পটুয়াখালিতে পাঁচতলা বাড়িসহ রাজধানীতে একাধিক ফ্ল্যাট রয়েছে। এ ছাড়া তার ব্যক্তিগত গাড়িও রয়েছে। তার বিরুদ্ধে ভারতে অর্থপাচারের অভিযোগও রয়েছে। ৫০৪টি হজ এজেন্সির কাছ থেকে কোটি কোটি টাকা অবৈধভাবে আদায়ের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

গত ১৮ ফেব্রুয়ারি শৈলেনকে জিজ্ঞাসাবাদ করার জন্য নোটিশ দেয় দুদক।

(দ্য রিপোর্ট/এইচবিএস/জেএম/এজেড/ফেব্রুয়ারি ১৮, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

অপরাধ ও আইন এর সর্বশেষ খবর

অপরাধ ও আইন - এর সব খবর