thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারি 25, ২৪ মাঘ ১৪৩১,  ৭ শাবান 1446

নারায়ণগঞ্জে ভারতীয় শাড়িসহ আটক ৩

২০১৪ ফেব্রুয়ারি ১৮ ১০:২৮:১৯
নারায়ণগঞ্জে ভারতীয় শাড়িসহ আটক ৩

নারায়ণগঞ্জ সংবাদদাতা : নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার বিশনন্দি ইউনিয়নের মানিকপুর মেঘনা ফেরিঘাট থেকে ১৫ লাখ টাকা মূল্যের চোরাই শাড়ি উদ্ধার করেছে পুলিশ। এ সময় তিনজনকে আটক করা হয়েছে।

গোপন সংবাদের ভিত্তিতে সোমবার মধ্য রাতে তাদের গ্রেপ্তার করা হয়।

আটককৃতরা হলো- ঝালকাঠি জেলার রাজাপুর থানার কইবরত খালী গ্রামের আকলাছ মৃধার ছেলে আল আমিন (২১), ঢাকার ১৪, দক্ষিণ কমলাপুরের খোরশেদ আলমের ছেলে সোহাগ (২০) ও সোনারগাঁও উপজেলার হাওড়াপাড়া গ্রামের নজরুল ইসলামের ছেলে জুয়েল রানা (২৪)।

আড়াইহাজার থানার ওসি মো. আলমগীর জানান, সোমবার রাতে চোরাইমাল ব্রাহ্মণবাড়িয়া থেকে মেঘনা নদী দিয়ে ট্রলারযোগে আড়াইহাজারের দিকে আসছে- এমন সংবাদের ভিত্তিতে থানা পুলিশের একটি দল উপজেলার বিশনন্দি ইউনিয়নের মানিকপুর মেঘনা ফেরিঘাটে ইঞ্জিনচালিত একটি ট্রলার আটক করে। পরে তল্লাশি করে ট্রলার থেকে ৮টি বস্তায় ৪৫টি কাপড়ের ব্যাগভর্তি ৩৩০ পিস মূল্যবান ভারতীয় শাড়ি উদ্ধার করা হয়।

(দ্য রিপোর্ট/এমএমএম/এমসি/এজেড/ফেব্রুয়ারি ১৮, ২০১৪)

পাঠকের মতামত:

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর