thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি 25, ২ মাঘ ১৪৩১,  ১৬ রজব 1446

মোশারফের জন্য ১২শ’ পুলিশ

২০১৪ ফেব্রুয়ারি ১৮ ১১:০৫:৫০
মোশারফের জন্য ১২শ’ পুলিশ

দ্য রিপোর্ট ডেস্ক : পাকিস্তানের সাবেক সেনাশাসক জেনারেল (অব.) পারভেজ মোশারফের নিরাপত্তার দায়িত্বে মঙ্গলবার ১২শ’ পুলিশ নিয়োজিত থাকবে। রাজধানী ইসলামাবাদের একটি বিশেষ আদালতে মঙ্গলবার রাষ্ট্রদ্রোহিতার মামলায় শুনানিতে হাজির হবেন মোশারফ।

একজন জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা জানান, মোশারফের তরফ থেকে আজ (মঙ্গলবার) আদালতে হাজির হওয়ার ব্যাপারে কোনো ইঙ্গিত পাওয়া যায়নি। তবে তার আদালতে হাজির হওয়ার ৯০ শতাংশ সম্ভাবনা আছে।

পুলিশ মোশারফকে আমর্ড ফোর্স ইনস্টিটিউট অব কার্ডিওলজি (এএফআসি) থেকে ন্যাশনাল লাইব্রেরিতে অবস্থিত বিশেষ আদালত পর্যন্ত নিরাপত্তা দেবে। চলতি বছরের ২ জানুয়ারি বিশেষ আদালতে আসার পথে অসুস্থ হয়ে মোশারফ এএফআসিতে ভর্তি হন।

মোশারফের উপদেষ্টা ফয়সাল হুসাইন চৌধুরী জানান, আদালতে হাজির না হওয়ার ব্যাপারে তার তরফ থেকে কোনো আবেদন জানানোর ইচ্ছা নেই। তিনি মঙ্গলবার আদালতে হাজির হতে পারেন।

মোশারফের আরেক উপদেষ্টা আনোয়ার মনসুর খানও একই কথা জানিয়েছেন। সূত্র : দ্য ডন।

(দ্য রিপোর্ট/কেএন/জেএম/শাহ/ফেব্রুয়ারি ১৮, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর