thereport24.com
ঢাকা, রবিবার, ১৬ মার্চ 25, ২ চৈত্র ১৪৩১,  ১৬ রমজান 1446

মেহেরপুরে ১০ জামায়াতকর্মী আটক

২০১৪ ফেব্রুয়ারি ১৮ ১১:৪১:৫০
মেহেরপুরে ১০ জামায়াতকর্মী আটক

মেহেরপুর সংবাদদাতা : মেহেরপুর সদর উপজেলা নির্বাচনকে সামনে রেখে নাশকতার আশঙ্কায় পুলিশ অভিযান চালিয়ে ১০ জামায়াতকর্মীকে আটক করেছে।

পুলিশ কন্ট্রোলরুম সূত্রে জানা গেছে, সোমবার রাতে জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে মেহেরপুর সদর থানা পুলিশ ১০ জামায়াতকর্মীকে আটক করে।

আটককৃতরা হলেন- মইদুল ইসলাম (২৮), হাসিবুল ইসলাম (২৩), আনারুল ইসলাম (৪৩), শহিদুল ইসলাম (৩৭), পলাশ (২০), বিপ্লব হোসেন (২০), মসলেম আলী (৬৪), বাদল (৪৩), হোসেন ওরফে লাবু (৪৫)। অপর একজনের নাম জানা যায়নি।

মেহেরপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিয়ার রহমান দ্য রিপোর্টকে জানান, উপজেলা নির্বাচনকে সামনে রেখে পুলিশের বিশেষ অভিযান চলছে। সোমবার রাতভর অভিযান চালিয়ে নির্বাচনের দিন নাশকতার আশঙ্কায় ১০ জামায়াতকর্মীকে আটক করা হয়েছে। মঙ্গলবার আটককৃতদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে।

(দ্য রিপোর্ট/এএকে/এমসি/এজেড/ফেব্রুয়ারি ১৮, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর