thereport24.com
ঢাকা, সোমবার, ২০ জানুয়ারি 25, ৬ মাঘ ১৪৩১,  ২০ রজব 1446

সংবাদপত্রকে শিল্প হিসেবে ঘোষণা

২০১৪ ফেব্রুয়ারি ১৮ ১২:২৫:২৬
সংবাদপত্রকে শিল্প হিসেবে ঘোষণা

দ্য রিপোর্ট প্রতিবেদক : মালিকদের দাবির প্রেক্ষিতে অবশেষে সংবাদপত্রকে শিল্প হিসেবে ঘোষণা দিলেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। মঙ্গলবার দুপুর ১২টায় বাংলাদেশ সংবাদপত্র মালিক সমিতির (নোয়াব) নেতাদের সঙ্গে বৈঠককালে শিল্পমন্ত্রী এ ঘোষণা দেন। শিল্পমন্ত্রণালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে শিল্পমন্ত্রী বলেন, ‘সংবাদপত্র মালিকদের দীর্ঘদিনের দাবি বিবেচনা করে সরকার সেবাখাত থেকে সংবাদপত্রকে শিল্প হিসেবে ঘোষণা করার এ সিদ্ধান্ত নিয়েছে। এর ফলে দেশে শক্তিশালী সংবাদপত্র শিল্প গড়ে উঠবে।

নোয়াব নেতাদের উদ্দেশ্যে শিল্পমন্ত্রী বলেন, ‘আমরা আপনাদের দিলাম, আমরাও আপনাদের কাছে কিছু প্রত্যাশা করি। আমাদের জন্য কিছু নিউজ করা প্রয়োজন। আপনারা যে মতাদর্শ বিশ্বাস করেন তা নিউজ পেপারের মাধ্যমে প্রতিষ্ঠা করেন। আমি জানি আপনাদের মধ্যে অনেকেই আমাদের নীতিগত বিরুদ্ধে নয়। কিন্তু নিউজ করার সময় কেমন-কেমন যেন করেন। আমরা আশাকরি দেশের মঙ্গলের জন্য যখন যেভাবে প্রয়োজন নিউজ করতে হবে।

বৈঠকে বাংলাদেশ সংবাদপত্র মালিক সমিতির (নোয়াব) সভাপতি মাহবুবুল আলম, দৈনিক প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান, দ্য ডেইলি স্টার- এর সম্পাদক ও প্রকাশক মাহফুজ আনাম, দৈনিক সমকালের প্রকাশক এ.কে আজাদ, নিউজ টু ডে’র সম্পাদক ও প্রকাশক রিয়াজউদ্দিন আহমেদ, দ্য ফাইনান্সিয়াল এক্সপ্রেসের সম্পাদক এ এইচ এম মোয়াজ্জেম হোসাইন উপস্থিত ছিলেন।

বৈঠকে সংবাদপত্র মালিকরা এ ঘোষণার জন্য সরকারের প্রশংসা করেন। এর ফলে দেশের সংবাদপত্র শিল্প এইচ.এস কোডের আওতায় সরকারের দেওয়া বিভিন্ন সুবিধা পাবে বলে তারা আশা প্রকাশ করেন। তারা দ্রুত গেজেট প্রকাশের মাধ্যমে এ শিল্পের বিভিন্ন সুবিধা নিশ্চিত করার জন্য শিল্পমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন।

এ সময় রাষ্ট্রয়াত্ত্ব লোকসানি শিল্পকারখানাকে লাভজনক করতে উদ্যোগ গ্রহণ করার আহবান জানান সমকাল প্রকাশক একে আজাদ।

(দ্য রিপোর্ট/এআই/এমসি/ফেব্রুয়ারি ১৮, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর