thereport24.com
ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি 25, ২৮ পৌষ ১৪৩১,  ১১ রজব 1446

নাচোলে অস্তিত্বের প্রশ্নে বড় দুই দল

২০১৪ ফেব্রুয়ারি ১৮ ১২:৩৩:৩৪
নাচোলে অস্তিত্বের প্রশ্নে বড় দুই দল

আবদুর রব নাহিদ, চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলা পরিষদ নির্বাচন বুধবার। প্রশাসন ভোটগ্রহণের সার্বিক প্রস্তুতি সম্পন্ন করেছে। ভোটকেন্দ্র ও আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন রয়েছে।

এর আগে আদিবাসী অধ্যুষিত এ উপজেলায় প্রার্থীদের পক্ষে প্রচার-প্রচারণায় অংশ নেন আওয়ামী লীগ ও বিএনপির কয়েকজন কেন্দ্রীয় নেতা। স্থানীয় নির্বাচন হলেও এ নির্বাচন এখন বড় দুই দলের অস্তিত্বের প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে।

প্রার্থীরা শেষ মুহূর্তের প্রস্তুতি কাজে লাগাতে বিরামহীনভাবে ছুটে গেছেন ভোটারদের দ্বারে দ্বারে। নির্বাচনী আচরণবিধি অনুযায়ী জনসংযোগে বিরত রয়েছেন প্রার্থীরা।

আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীরা শেষ পর্যন্ত সরে দাঁড়ানোয় চেয়ারম্যানসহ অপর দুটি পদে একক প্রার্থী নিয়ে এগিয়ে আছে আওয়ামী লীগ।

চেয়ারম্যান পদে লড়ছেন নাচোল উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল কাদের। ভাইস চেয়ারম্যান পদে মজিবুর রহমান এবং নারী ভাইস চেয়ারম্যান পদে প্রতীমা রানী।

এদিকে, বিএনপিতে সৈয়দা আসিফা আশরাফি পাপিয়া গ্রুপ ও বিএনপি নেতা আমিনুল ইসলামের গ্রুপের দুই প্রার্থী নির্বাচনের মাঠে রয়েছেন। চেয়ারম্যান পদে লড়ছেন আবু তাহের খোকন ও এম মজিদুল হক। অন্যদিকে, ভাইস চেয়ারম্যান পদে রয়েছেন বিএনপির দুই প্রার্থী নুরুল হুদা ও শফিকুল ইসলাম। নারী ভাইস চেয়ারম্যান পদে বিএনপির রাশেদা খাতুন ও নাজমা খাতুন (স্বতন্ত্র) প্রতিদ্বন্দ্বিতা করছেন।

আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান প্রার্থী আব্দুল কাদের বলেন, ‘আমার পক্ষে আওয়ামী লীগের সকল নেতাকর্মী কাজ করেছেন। আশা করি, আমিই জয়ী হব এবারের নির্বাচনে।’

বিএনপির সৈয়দা আসিফা আশরাফি পাপিয়া গ্রুপ সমর্থিত চেয়ারম্যান প্রার্থী আবু তাহের খোকন বলেন, ‘এর আগে আমি ভাইস চেয়ারম্যান থেকে জনগণের কল্যাণে কাজ করেছি। আশা করি, জনগণ এবার আমাকে নিরাশ করবেন না।’

এদিকে, জামায়াতও প্রতিটি পদে একক প্রার্থী দিয়েছে। জামায়াত সমর্থিত চেয়ারম্যান প্রার্থী অ্যাডভোকেট সিরাজুল ইসলাম বলেন, ‘ভোটারদের কাছ থেকে সাড়া পেয়েছি। আশা করি, ভোটের ব্যালটে জনগণের পূর্ণ সমর্থন পাব।’

জামায়াতের অন্য প্রার্থীরা হলেন- ভাইস চেয়ারম্যান ইয়াকুব আলী ও নারী ভাইস চেয়ারম্যান রেহেনা খাতুন।

জেলা প্রশাসক সরদার সরাফত আলী বলেন, ‘প্রতিদ্বন্দ্বিতাকারী প্রার্থীদের নিয়ে ইতোমধ্যে প্রশাসনের বৈঠক হয়েছে। এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রার্থীরা সন্তোষ প্রকাশ করেছেন। এ ছাড়া অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে বিজিবি-সেনা টহল জোরদার থাকবে।’

নাচোল উপজেলা রিটার্নিং কর্মকর্তা কামরুজ্জামান সেলিম বলেন, ‘মঙ্গলবার বিকেলের মধ্যেই ভোটকেন্দ্রগুলোয় নির্বাচনী সরঞ্জাম পৌঁছবে। ভোটগ্রহণের সার্বিক প্রস্তুতি সন্তোষজনক।’

(দ্য রিপোর্ট/এআরএন/একে/জেএম/এজেড/ফেব্রুয়ারি ১৮,২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর