thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ২ জানুয়ারি 25, ১৮ পৌষ ১৪৩১,  ২ রজব 1446

বাংলাদেশে ইলেক্ট্রনিক্স শিল্প স্থানান্তরের আগ্রহ জাপানের

২০১৪ ফেব্রুয়ারি ১৮ ১২:৪১:২১
বাংলাদেশে ইলেক্ট্রনিক্স শিল্প স্থানান্তরের আগ্রহ জাপানের

দ্য রিপোর্ট প্রতিবেদক : বাংলাদেশে ইলেক্ট্রনিক্স শিল্প কারখানা স্থানান্তর করার আগ্রহ দেখিয়েছেন ঢাকায় নিযুক্ত জাপানি রাষ্ট্রদূত সিরো সুদাসিমা। পাশাপাশি গ্যাসভিত্তিক ইউরিয়া সার কারখানা স্থাপনেরও আগ্রহ দেখিয়েছেন তিনি।

শিল্পমন্ত্রী আমির হোসেন আমুর সঙ্গে অনুষ্ঠিত এক বৈঠকে মঙ্গলবার এ আগ্রহের কথা জানান জাপানি রাষ্ট্রদূত। শিল্প মন্ত্রণালয়ের সভা কক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে সুদাসিমা বলেন, ‘সাত মাস আগে বাংলাদেশে যে অবস্থা ছিল এখন তা নেই। জাপানি বিনিয়োগকারীদের এই বার্তা পৌঁছে দেওয়া হবে। যাতে তারা বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী হয়।’

এদিকে জাপানকে বাংলাদেশের দীর্ঘদিনের পরীক্ষিত বন্ধু ও উন্নয়নের অংশীদার হিসেবে উল্লেখ করে শিল্পমন্ত্রী আমু বলেন, ‘জাপানের উদ্যোক্তারা বাংলাদেশে কৃষিভিত্তিক শিল্প খাতে বিনিয়োগে এগিয়ে আসতে পারে।’ এ সময় বাংলাদেশ থেকে অধিক পরিমাণে জনশক্তি নেওয়ার জন্য জাপানকে আহ্বান জানান তিনি।

এ বৈঠকে শিল্প খাতে দ্বি-পাক্ষিক সহায়তার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। দক্ষতার সঙ্গে সার উৎপাদন, কৃষি খাতে উৎপাদনশীলতা বৃদ্ধি, শিক্ষা খাতে সহায়তা, গ্যাস উত্তোলনসহ অন্যান্য বিষয় আলোচনায় স্থান পায়।

(দ্য রিপোর্ট/এআই/এসকে/সা/ফেব্রুয়ারি ১৮, ২০১৪)

পাঠকের মতামত:

SMS Alert

অর্থ ও বাণিজ্য এর সর্বশেষ খবর

অর্থ ও বাণিজ্য - এর সব খবর