thereport24.com
ঢাকা, সোমবার, ১৩ জানুয়ারি 25, ২৯ পৌষ ১৪৩১,  ১৩ রজব 1446

বার্সেলোনা-সিটির মহারণ

২০১৪ ফেব্রুয়ারি ১৮ ১২:৪৪:৪১
বার্সেলোনা-সিটির মহারণ

দ্য রিপোর্ট ডেস্ক : লা লিগার ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বার্সেলোনা ও ইংলিশ প্রিমিয়ার লিগের দারুণ ফর্মে থাকা ম্যানচেস্টার সিটির লড়াই মঙ্গলবার রাতে অনুষ্ঠিত হবে । চ্যাম্পিয়ন্স লিগ ফুটবলে শেষ ষোলোর প্রথম লেগের খেলা। বাংলাদেশ সময় রাত পৌনে ২টায় খেলাটি শুরু হবে।

বার্সেলোনার জন্য বড় সমস্যা হচ্ছে সিটির সাথে রাতের লড়াইটি ইতিহাদ স্টেডিয়ামে । সিটি নিজেদের মাঠে অপ্রতিরোধ্য। ফলে বার্সেলোনাকে ভালো ফলাফল পেতে লড়তে হবে। এদিকে রাতে একই সময় শুরু হবে বায়ার লেভারকুসেন ও প্যারিস সেঁ জার্মেইয়ের অপর খেলাটির প্রথম লেগও।

বুধবার সান সিরোতে এসি মিলান-অ্যাটলেটিকো মাদ্রিদের খেলা রয়েছে। এছাড়া চ্যাম্পিয়ন্স লিগের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখের প্রতিপক্ষ স্বাগতিক আর্সেনাল। বাংলাদেশ সময় রাত পৌনে ২টায় খেলাগুলো শুরু হবে।

(দ্য রিপোর্ট/এমএ/শাহ/ফেব্রুয়ারি ১৮, ২০১৪)

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর