thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি 25, ২ মাঘ ১৪৩১,  ১৬ রজব 1446

ইরানের কাছে অস্ত্র বিক্রির চেষ্টা ইসরায়েলের!

২০১৪ ফেব্রুয়ারি ১৮ ১২:৪৮:৪০
ইরানের কাছে অস্ত্র বিক্রির চেষ্টা ইসরায়েলের!

দ্য রিপোর্ট ডেস্ক : পরস্পর যুদ্ধংদেহী ভাব। প্রায়ই ইরানে হামলা চালানোর কথা প্রকাশ করে ইসরায়েল। অথচ সেই ইসরায়েলই কিনা ইসলামী প্রজাতন্ত্রটির কাছে অস্ত্র বিক্রির চেষ্টা চালাচ্ছে! তাও আবার বেরিয়ে এসেছে যুক্তরাষ্ট্রের অনুসন্ধানে!

যুক্তরাষ্ট্র ও গ্রিসের যৌথ অনুসন্ধানে বেরিয়ে এসেছে, ইসরায়েলের অস্ত্র ডিলাররা গ্রিসের মাধ্যমে ইরানে এফ-৪ ফ্যান্টম বিমান বিক্রির চেষ্টা চালিয়েছে। খবর স্টেটসম্যানের।

আমেরিকান হোমল্যান্ড সিকিউরিটি এবং গ্রিসের ড্রাগস অ্যান্ড ওয়াপনস ইউনিট অব ক্রাইমস স্কোয়াডের এক যৌথ অনুসন্ধানে এ তথ্য বেরিয়ে এসেছে। গ্রিসের একটি দৈনিকের প্রতিবেদনে বলা হয়েছে, অনুসন্ধানে দেখা গেছে ইসরায়েল ২০১২ সালের ডিসেম্বর ও ২০১৩ সালের এপ্রিলে ইরানে অস্ত্র বিক্রির চেষ্টা চালায়।

পত্রিকাটির প্রতিবেদনে বলা হয়েছে, উভয় ক্ষেত্রেই গ্রিক অনুসন্ধানকারীরা গোপনে গ্রিসে আনা অস্ত্রের চালানগুলোর পিছু নেয়। কন্টেইনারগুলো বিনইয়ামিনা-গিভাত আদা এলাকা দিয়ে ইরানে নেওয়ার জন্য আনা হয়েছিল।

যুক্তরাষ্ট্রের অনুসন্ধানে দেখা গেছে, অস্ত্রগুলোর চালানের পেছনে ছিল ইসরায়েলের ডিলাররা।

ইরানের কাছে অস্ত্র বিক্রির ইসরায়েলের এই চেষ্টা বেশ বিস্ময়ের জন্ম দিয়েছে। কূটনৈতিকভাবে ইরান-ইসরায়েলের অবস্থান সম্পূর্ণ বিপরীতমুখী। ইরানে হামলা চালানোর জন্য সবসময়ই মিত্র রাষ্ট্র যুক্তরাষ্ট্রকে চাপ দিয়ে আসছে ইসরায়েল। এমনকি মাঝেমধ্যে নিজেরাই সরাসরি হামলা চালানোর ইঙ্গিতও দিয়েছে। অপরদিকে প্রায়ই ইসরায়েলের চিহ্ন মুছে দেওয়ার হুমকি দেয় ইসলামী প্রজাতন্ত্র ইরান।

(দ্য রিপোর্ট/এসকে/শাহ/ফেব্রুয়ারি ১৮, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর