thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি 25, ২ মাঘ ১৪৩১,  ১৬ রজব 1446

থাইল্যান্ডে বিক্ষোভকারীদের সরাতে অভিযান, পুলিশ কর্মকর্তা নিহত

২০১৪ ফেব্রুয়ারি ১৮ ১৩:০৭:০৪
থাইল্যান্ডে বিক্ষোভকারীদের সরাতে অভিযান, পুলিশ কর্মকর্তা নিহত

দ্য রিপোর্ট ডেস্ক : থাইল্যান্ডে সরকারবিরোধী আন্দোলনকারীদের রাজপথ থেকে সরিয়ে দিতে মঙ্গলবার অভিযান শুরু করছে পুলিশ। এ সময় পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের ব্যাপক সংঘর্ষের খবর পাওয়া গেছে।

এদিকে, সংষর্ঘ চলাকালে মাথায় গুলি লেগে এক পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন বলে দেশটির পুলিশপ্রধান জানিয়েছেন। এ সময় আরো ১৪ পুলিশ সদস্য আহত হয়েছেন বলে পুলিশপ্রধান আব্দুল সায়েনসিনকাউ জানিয়েছেন।

এদিকে, সেখানে ব্যাপক গোলাগুলির শব্দ শোনা গেছে বলে বিবিসির প্রতিবেদক জানিয়েছে। তবে সেখানে প্রাণনাশক গুলি ব্যবহার করা হচ্ছে কিনা, তা জানা যায়নি বলে জানিয়েছেন তিনি।

পুলিশ বিক্ষোভকারীদের দখলে নেওয়া ভবনগুলো পুনর্দখলের চেষ্টা করছে। এ সময় তারা প্রায় ১০০ বিক্ষোভকারীকে আটক করেছে।

ইংলাক সরকারের পদত্যাগের দাবিতে গত বছরের নভেম্বর থেকে শুরু হওয়া আন্দোলনে বিক্ষোভকারীরা বেশ কয়েকটি সরকারি ভবন দখল করে নিয়েছিল।

বিতর্কিত অ্যামনেস্টি বিল নিয়ে বিক্ষোভ শুরু হলেও পরবর্তীতে তা সরকারবিরোধী আন্দোলনে রূপ নেয়। ওই অ্যামনেস্টি বিল অনুয়ায়ী দেশটির বর্তমান প্রধানমন্ত্রী ইংলাক সিনাওয়াত্রার ভাই থাকসিন সিনাওয়াত্রাকে দেশে ফিরে দুর্নীতির মামলায় সাজা ভোগ করতে হবে না।

আন্দোলনের কারণে বাধ্য হয়ে মধ্যবর্তী নির্বাচনের ঘোষণা দেন ইংলাক। বিরোধী দলের বর্জনের মধ্য দিয়ে ২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ওই নির্বাচনে ইংলাক পুনর্নির্বাচিত হন। (সূত্র : বিবিসি, রয়টার্স)

(দ্য রিপোর্ট/কেএন/জেএম/এজেড/ফেব্রুয়ারি ১৮, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর