thereport24.com
ঢাকা, সোমবার, ২০ জানুয়ারি 25, ৬ মাঘ ১৪৩১,  ২০ রজব 1446

‘বাংলাদেশ আলোর পথ দিয়ে যাচ্ছে’

২০১৪ ফেব্রুয়ারি ১৮ ১৩:১০:৫১
‘বাংলাদেশ আলোর পথ দিয়ে যাচ্ছে’

দ্য রিপোর্ট প্রতিবেদক : বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু বলেছেন, ‘আমরা মনে করি, বাংলাদেশ আলোর পথ দিয়ে যাচ্ছে। এই অবস্থা বজায় রাখতে সকলকে সুশাসন ও সততার প্রতি দায়িত্বশীল হতে হবে।’

পিজিসিবি ডিপ্লোমা প্রকৌশলী সমিতির (পিজিসিবি ডিপ্রকৌস) দ্বি-বার্ষিক সম্মেলন ও কাউন্সিল অধিবেশন-২০১৪ উপলক্ষে মঙ্গলবার বেলা ১১টায় তিনি প্রধান অতিথির বক্তব্য দিচ্ছিলেন।

পিজিসিবিতে কর্মরত ডিপ্লোমা প্রকৌশলীদের অবদানের কথা উল্লেখ করে তিনি বলেন, ‘আপনাদের নিষ্ঠা সততা ও অধ্যবসায় জাতির জনকের স্বপ্ন বাস্তবায়নে কার্যকর ভূমিকা রাখছে।’

প্রতিমন্ত্রী আরও বলেন, ‘মাঠ পর্যায়ে যারা শ্রম দেয় তাদের কারণেই আজ বাংলাদেশ আলোকিত। সঞ্চালন কাজ করতে গিয়ে আপনাদের যে প্রচণ্ড খাটুনি সহ্য করতে হয় এবং রিস্ক নিতে হয় তা জাতি কৃতজ্ঞতার সাথেই স্মরণ করে।’

বর্তমান সরকার বিদ্যুৎ খাতকে বিশেষ প্রাধান্য দিয়েছে উল্লেখ করেন তিনি। তিনি বলেন, ‘২০৪১ সালে উন্নত ও ধনী বাংলাদেশ গড়ে তুলতে আপনাদের একান্তভাবেই এগিয়ে আসতে হবে।’

বঙ্গবন্ধু যে স্বপ্ন দেখেছিলেন তা আজ বাস্তবে রূপ নিতে চলছে বলেও অভিমত ব্যক্ত করেন প্রতিমন্ত্রী।

কাকরাইলের আইডিইবি ভবনের মুক্তিযুদ্ধ স্মৃতি মিলনায়তনে পিজিসিবি ডিপ্রকৌসের সভাপতি মো. আব্দুর রউফের সভাপতিত্বে অনুষ্ঠিত অধিবেশনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, পিজিসিবি’র ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মাসুম আলবেরুনী, বাংলাদেশ টেলিভিশনের উপ-মহাপরিচালক গোলাম শফিউদ্দিন ও আইডিইবি সভাপতি এ কে এম এ হামিদ। স্বাগত বক্তব্য রাখেন, সমিতির সাধারণ সম্পাদক মো. রেহান মিয়া রায়হান।

(দ্য রিপোর্ট/এম/এসকে/সা/ফেব্রুয়ারি ১৮, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর