thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি 25, ২ মাঘ ১৪৩১,  ১৬ রজব 1446

ভিয়েনায় ইরান-পশ্চিমা বিশ্ব আলোচনা শুরু

২০১৪ ফেব্রুয়ারি ১৮ ১৩:১২:৪১
ভিয়েনায় ইরান-পশ্চিমা বিশ্ব আলোচনা শুরু

দ্য রিপোর্ট ডেস্ক : পরমাণু কর্মসূচি নিয়ে দীর্ঘমেয়াদি চুক্তির ব্যাপারে বিশ্বের শক্তিধর ছয়টি দেশের সঙ্গে প্রথম দফায় আলোচনায় বসতে যাচ্ছে তেহরান।

অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় মঙ্গলবার স্থানীয় সময় সকাল ১১টার দিকে এ আলোচনা অনুষ্ঠিত হবে।

গত নভেম্বরের অন্তর্বর্তীকালীন চুক্তিকে দীর্ঘস্থায়ী করাই এ আলোচনার মূল লক্ষ্য। নভেম্বরের ওই চুক্তি অনুযায়ী আংশিক নিষেধাজ্ঞা প্রত্যাহারের বদলে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কমানো শুরু করছে ইরান।

নতুন আলোচনার ব্যাপারে ইরান ও যুক্তরাষ্ট্রের আশাবাদ, শিগগিরই একটি যুগান্তকারী সিদ্ধান্তে আসতে পারবে তারা।

পশ্চিমা বিশ্ব চাইছে ইরান তাদের পরমাণু কার্যক্রম বন্ধ করুক। পরমাণবিক বোমা তৈরির আশঙ্কায় দেশটিকে পরমাণু কার্যক্রম বন্ধ করতে চাপ দিচ্ছে পশ্চিমা বিশ্ব।

তবে তেহরানের দাবি, তারা পুরোপুরি শান্তিপূর্ণ উদ্দেশ্যেই পরমাণু কার্যক্রম চালাচ্ছে। একই সঙ্গে দেশের অর্থনীতির জন্য ক্ষতস্বরূপ পশ্চিমা নিষেধাজ্ঞারও অবসান চাইছে দেশটি।

ভিয়েনা আলোচনার ব্যাপারে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি তার ওয়েবসাইটে পোস্ট করা এক বিবৃতিতে জানান, ‘আমাদের কর্মকর্তারা যে আলোচনা শুরু করেছেন আমরা তার বিরোধী নই।’

তবে আলোচনা থেকে সহজেই কোনো সমাধান আসবে না বলে মনে করছেন তিনি।

অন্যদিকে যুক্তরাষ্ট্রের এক ঊর্ধ্বতন কর্মকর্তাও জানিয়েছেন, এই আলোচনাটি জটিল ও দীর্ঘমেয়াদি প্রক্রিয়া।

ভিয়েনা আলোচনা থেকে সমাধানে আসার ব্যাপারে দুই পক্ষই ১৯ জুলাই পর্যন্ত সময় পাবেন। সূত্র : বিবিসি

(দ্য রিপোর্ট/কেএন/এসকে/শাহ/ফেব্রুয়ারি ১৮, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর