thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারি 25, ২৪ মাঘ ১৪৩১,  ৭ শাবান 1446

সাভারে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

২০১৪ ফেব্রুয়ারি ১৮ ১৩:২৫:৩৮
সাভারে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

সাভার সংবাদদাতা : সাভারে একটি পোশাক কারখানার শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষে ৩ জন গুলিবিদ্ধসহ কমপক্ষে ৫০ শ্রমিক আহত হয়েছেন।

মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় সাভারের কলমা এলাকার সিপিএম কম্পোজিট নিটওয়্যার লিমিটেড পোশাক কারখানায় এ ঘটনা ঘটে।

শ্রমিক ও পুলিশ সূত্র জানায়, সাভারের কলমা এলাকার সিপিএম কম্পোজিট নিটওয়্যার লিমিটেড পোশাক কারখানার ৫ শতাধিক শ্রমিকের ৩ মাস ১৩ দিনের বেতন পরিশোধ না করেই কিছু দিন যাবত দেই-দিচ্ছি বলে টালবাহানা করে আসছিল কর্তৃপক্ষ। পরে এ ঘটনায় বকেয়া বেতনের দাবিতে সোমবার বিকেলে শ্রমিকরা উত্তেজিত হয়ে সিএন্ডবি-আশুলিয়া সড়ক অবরোধ করে রাখলে শিল্প পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মঙ্গলবার সকাল ১০টায় শ্রমিকদের বেতন পরিশোধের আশ্বাস দিলে তারা অবরোধ প্রত্যাহার করেন।

মঙ্গলবার সকালে বকেয়া বেতনের দাবিতে শ্রমিকরা কারখানার সামনে জড়ো হতে থাকে। তবে সকাল ১১টা পার হয়ে গেলেও শ্রমিকদের বেতন প্রদানের কোনো সাড়া না পেয়ে এক পর্যায়ে শ্রমিকরা উত্তেজিত হয়ে পড়েন। এ সময় উত্তেজিত শ্রমিকরা কারখানার মূল ফটক ভেঙ্গে ভেতরে প্রবেশ করে ব্যাপক ভাঙচুর চালায়। পরে তারা কারখানার সামনেই বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভ করতে থাকেন।

খবর পেয়ে শিল্প পুলিশ ঘটনাস্থলে পৌঁছে শ্রমিকদের কারখানার সামনে থেকে সরিয়ে দিতে লাঠিচার্জ শুরু করলে শ্রমিকরাও ইটপাটকেল নিক্ষেপ করেন। শুরু হয় শ্রমিক-পুলিশ সংঘর্ষ। পরে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ পৌঁছে টিয়ারশেল ও রাবার বুলেট নিক্ষেপ করে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় ৩ জন গুলিবিদ্ধসহ অর্ধশতাধিক শ্রমিক আহত হন।

এ ব্যাপারে শিল্প পুলিশের পরিচালক মোস্তাফিজুর রহমান বলেন, ‘বকেয়া বেতনের দাবিতে শ্রমিকরা কারখানার ভেতরে প্রবেশ করে ভাঙচুর করলে তাদের লাঠিচার্জ করে ছত্রভঙ্গ করে দেওয়া হয়। এ ছাড়াও যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে কারখানার সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করে রাখা হয়েছে বলে তিনি জানান।

(দ্য রিপোর্ট/এনএইচ/এমসি/শাহ/ফেব্রুয়ারি ১৮, ২০১৪)

পাঠকের মতামত:

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর