thereport24.com
ঢাকা, সোমবার, ২০ জানুয়ারি 25, ৬ মাঘ ১৪৩১,  ২০ রজব 1446

প্রধান তথ্য কর্মকর্তা তছির আহাম্মদ

২০১৪ ফেব্রুয়ারি ১৮ ১৩:২৮:২০

দ্য রিপোর্ট প্রতিবেদক : গণযোগাযোগ অধিদফতরের মহাপরিচালক তছির আহাম্মদকে চলতি দায়িত্বে তথ্য অধিদফতরের প্রধান তথ্য কর্মকর্তা (পিআইও) নিয়োগ দেওয়া হয়েছে। তথ্য মন্ত্রণালয় থেকে গত রবিবার এ সংক্রান্ত একটি আদেশ জারি করা হয়েছে।

একই আদেশে বাংলাদেশ ফিল্ম আর্কাইভের মহাপরিচালক কামরুন নাহারকে গণযোগাযোগ অধিদফতরের মহাপরিচালক নিয়োগ দেওয়া হয়েছে।

আমিনুল ইসলামের চাকরির মেয়াদ শেষ হওয়ায় তছির আহাম্মদকে প্রধান তথ্য কর্মকর্তা নিয়োগ দেওয়া হল। এর আগে ২০১২ সালের ১৮ জুন তথ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আমিনুল ইসলামকে সরকারের প্রধান তথ্য কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়েছিল। তছির আহাম্মদ বুধবার নতুন কর্মস্থলে যোগ দেবেন বলে জানা গেছে।

(দ্য রিপোর্ট/আরএমএম/এসকে/সা/ফেব্রুয়ারি ১৮, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর