thereport24.com
ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি 25, ২৮ পৌষ ১৪৩১,  ১১ রজব 1446

কুষ্টিয়ায় যুবকের মৃতদেহ উদ্ধার

২০১৪ ফেব্রুয়ারি ১৮ ১৩:৩২:২৮
কুষ্টিয়ায় যুবকের মৃতদেহ উদ্ধার

কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়া সদর উপজেলার বাড়াদি গ্রামের বটতলা মাঠ থেকে আসাদুর জামান শাওন (২৪) নামে এক যুবকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকাল ১০টার দিকে মৃতদেহটি উদ্ধার করা হয়।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার সন্ধ্যার পর শাওন বাড়ি থেকে বের হন। এরপর আর বাসায় ফিরে আসেননি। মঙ্গলবার সকাল ৯টায় স্থানীয়রা বটতলা মাঠে তার মৃতদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। পুলিশ গিয়ে মৃতদেহটি উদ্ধার করে।

কুষ্টিয়া সদর সার্কেলের জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার খন্দকার লাবণী বলেন, ‘মৃতদেহের গায়ে ধারালো অস্ত্র দিয়ে কোপানের চিহৃ দেখা গেছে। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে।’

(দ্য রিপোর্ট/এফএপি/ইইউ/এমসি/এজেড/ফেব্রুয়ারি ১৮, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর