thereport24.com
ঢাকা, সোমবার, ২০ জানুয়ারি 25, ৬ মাঘ ১৪৩১,  ২০ রজব 1446

আল কায়েদার কথিত অডিও বার্তা প্রচারের অভিযোগে আটক ১

২০১৪ ফেব্রুয়ারি ১৮ ১৩:৩৫:৩৫
আল কায়েদার কথিত অডিও বার্তা প্রচারের অভিযোগে আটক ১

দ্য রিপোর্ট প্রতিবেদক : বহুল আলোচিত আন্তর্জাতিক জঙ্গি সংগঠন আল কায়েদার কথিত অডিও বার্তাটি প্রচারের অভিযোগে মো. রাসেল বিন সাত্তার (২১) নামে একজনকে আটক করেছে র‌্যাব। মঙ্গলবার ভোর সাড়ে ৫টার দিকে টাঙ্গাইলের মির্জাপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

এ সময় তার কাছ থেকে ৩টি মোবাইল সেট, ২টি ল্যাপটপ এবং বিপুল পরিমাণ জিহাদি বই উদ্ধার করা হয়।

র‌্যাবের মিডিয়া অ্যান্ড লিগ্যাল উইংয়ের সহকারী পরিচালক সাদিরা খাতুন দ্য রিপোর্টকে জানান, রাসেল ফেসবুকের বাঁশের কেল্লাসহ সামাজিক যোগাযোগের বিভিন্ন মাধ্যমে জিহাদের ডাক দিয়ে এই কথিত অডিও বার্তাটি প্রচার করছে।

তিনি আরও জানান, মিডিয়াতে কথিত অডিও বার্তাটি নিয়ে আলোচনা শুরু হলে র‌্যাব এ বিষয়ে তদন্তে নামে। বিভিন্ন প্রযুক্তি ব্যবহার করে এর সঙ্গে জড়িত কারা তা নির্ণয়ের কাজ করছে। রাসেল এই অডিও বার্তা প্রচার করছে নিশ্চিত হয়েই তাকে আটক করা হয়েছে।

এ বিষয়ে বিকেল ৩টায় র‌্যাবের উত্তরার হেড কোয়ার্টার্সে সংবাদ সম্মেলনের মাধ্যমে বিস্তারিত জানানো হবে বলেও তিনি জানান।

(দ্য রিপোর্ট/কেজেএন-এএইচএ/জেএম/সা/ফেব্রুয়ারি ১৮, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর