thereport24.com
ঢাকা, রবিবার, ১৯ জানুয়ারি 25, ৫ মাঘ ১৪৩১,  ১৯ রজব 1446

‘তামাশার নির্বাচনে কেন এসেছে বিএনপি?’

২০১৪ ফেব্রুয়ারি ১৮ ১৩:৫০:০৪
‘তামাশার নির্বাচনে কেন এসেছে বিএনপি?’

গাজীপুর সংবাদদাতা : ‘বিএনপি উপজেলা নির্বাচনকে তামাশার নির্বাচন বললেও তারা নির্বাচনে এসেছে কেন?’ প্রশ্ন করে বিএনপিকে নির্বাচনে আসার জন্য ধন্যবাদ জানিয়েছেন যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের।

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের অবৈধ স্থাপনা অপসারণ তদারকি করার সময় মঙ্গলবার সকালে তিনি এ সব কথা বলেন।

যোগাযোগমন্ত্রী প্রশাসনকে গাজীপুর মহাসড়ক থেকে ব্যাটারিচালিত ইজিবাইক উঠিয়ে দেওয়ার নির্দেশ দেন।

ওবায়দুল কাদের এ সময় ফিটনেস সার্টিফিকেট না থাকায় মহাসড়কে চলাচলকারী তিনটি বাস ডাম্পিংয়ে পাঠানো ও কয়েকটি ব্যাটারিচালিত অটোরিক্সা আটক করার নির্দেশ দেন। আগামী বর্ষা মৌসুমের আগেই মহাসড়কের খানাখন্দ ও জলাবদ্ধতা দূর করতে সেনাবাহিনী এবং সড়ক বিভাগের কর্মকর্তাদের নির্দেশ দেন মন্ত্রী।

এ সময় মন্ত্রীর সঙ্গে ছিলেন ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক চার লেনে উন্নীতকরণ কাজে নিয়োজিত সেনাবাহিনীর কর্মকর্তা ও প্রধান নির্বাহী প্রকৌশলীসহ সড়ক বিভাগের কর্মকর্তারা।

(দ্য রিপোর্ট/এমএএফ/এফএস/এসকে/শাহ/ফেব্রুয়ারি ১৮, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর