thereport24.com
ঢাকা, সোমবার, ২০ জানুয়ারি 25, ৬ মাঘ ১৪৩১,  ২০ রজব 1446

কাফরুলে বিস্ফোরণে আহত ৪

২০১৪ ফেব্রুয়ারি ১৮ ১৩:৪৫:৪৮

দ্য রিপোর্ট প্রতিবেদক : রাজধানীর কাফরুলের ইব্রাহিমপুরে স্লাবের পাইপ বিস্ফোরিত হয়ে চারজন আহত হয়েছেন। ইব্রাহিমপুর ঈদগাহ রোডের আলাউদ্দিনের টিনশেড বাসায় মঙ্গলবার ভোর ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

আহতরা হলেন- মো. রুবেল হোসেন (৩৫), তার স্ত্রী লাইলী বেগম (২০), রুবেলের বোন রেখা আক্তার (২০) ও রেখার স্বামী আসাদু্জ্জামান (২৫)। আহতদের মধ্যে রুবেলকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

আহত রুবেল জানান, প্রায় দেড় মাস ধরে বাসার ভেতরে পায়খানার স্লাবের উপরের পাইপ দিয়ে দুর্গন্ধযুক্ত গ্যাস বের হতো। বাড়ির মালিককে বিষয়টি অবহিত করলে তিনি কোনো গুরুত্ব দেননি।

কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাইয়ুম দ্য রিপোর্টকে ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

(দ্য রিপোর্ট/এসআর/ইইউ/এসকে/এজেড/ফেব্রুয়ারি ১৮, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর