thereport24.com
ঢাকা, রবিবার, ১৯ জানুয়ারি 25, ৫ মাঘ ১৪৩১,  ১৯ রজব 1446

‘উপজেলা নির্বাচন সুষ্ঠু হবে না’

২০১৪ ফেব্রুয়ারি ১৮ ১৪:০০:০৯
‘উপজেলা নির্বাচন সুষ্ঠু হবে না’

দ্য রিপোর্ট প্রতিবেদক : বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘সরকার যে আচরণ করছে তাতে উপজেলা নির্বাচন সুষ্ঠু হবে না। এ নিবার্চনে সরকার পুলিশ, র‌্যাব, বিজিপি দিয়ে যৌথঅভিযান চালাচ্ছে। ক্যাম্পেইন করতে দিচ্ছে না।’

জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে মঙ্গলবার দুপুরে ছাত্রদল উত্তর আয়োজিত প্রতিবাদ সভায় এ সব কথা বলেন তিনি। ছাত্রদলের গ্রেফতারকৃত নেতাদের মুক্তির দাবিতে এ প্রতিবাদ সভার আয়োজন করা হয়।

মির্জা ফখরুল বলেন, ‘নির্বাচন কমিশন গত নির্বাচনে প্রমাণ করে দিয়েছে তারা সরকারের আজ্ঞাবহ। এ নির্বাচন কমিশনের অধীনে কোনো সুষ্ঠু নির্বাচন হতে পারে না।’

জাওয়াহিরির অডিও বার্তাটিকে সুদূরপ্রসারি ষড়যন্ত্র উল্লেখ করে ফখরুল বলেন, ‘বাংলাদেশকে জঙ্গি রাষ্ট্র হিসেবে পরিচিত করার জন্য বহু আগেই ষড়যন্ত্র শুরু করেছে। প্রধানমন্ত্রীর ছেলে সজীব ওয়াজেদ জয় তার একটি প্রবন্ধে লিখেছিলেন- বাংলাদেশ সেনাবাহিনীতে ৩৫ ভাগ জঙ্গি সদস্য আছে।’

তিনি বলেন, ‘বিএনপি শান্তিপূর্ণ নির্বাচনে ক্ষমতা হস্তান্তরে বিশ্বাসী। তাই আসুন ঐক্যবদ্ধভাবে আন্দোলন তীব্র থেকে তীব্রতর করি।’

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ব্যবহার করে সরকার ত্রাসের রাজত্ব কায়েম করছে এমন অভিযোগ করে তিনি বলেন, ‘আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সরাসরি গুলি করছে, গুম করছে।’

প্রতিবাদ সভায় সভাপতিত্ত্ব করেন ছাত্রদল উত্তরের সভাপতি আবুল মনসুর খান দিপক। বক্তব্য দেন- বিএনপির সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, ছাত্রবিষয়ক সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, স্বেচ্ছাসেবক দলের সভাপতি হাবিব উন নবী খান সোহেল, ছাত্রদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ওবায়দুল হক নাসির প্রমুখ।

(দ্য রিপোর্ট/এমএইচ/এসকে/শাহ/ফেব্রুয়ারি ১৮, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর