thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ৭ জানুয়ারি 25, ২৩ পৌষ ১৪৩১,  ৭ রজব 1446

দায়িত্বপ্রাপ্ত সার্জনের মাধ্যমে অপারেশন করার নির্দেশ

২০১৪ ফেব্রুয়ারি ১৮ ১৪:২২:২০
দায়িত্বপ্রাপ্ত সার্জনের মাধ্যমে অপারেশন করার নির্দেশ

দ্য রিপোর্ট প্রতিবেদক : দায়িত্বপ্রাপ্ত সার্জন অথবা ডাক্তারদের মাধ্যমে দেশের হাসপাতালগুলোতে সব ধরনের অপারেশন করার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে আগামী সাতদিনের মধ্যে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করতে স্বাস্থ্য মন্ত্রণালয়কে নির্দেশ দেওয়া হয়েছে।

একটি রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে মঙ্গলবার দুপুরে বিচারপতি কাজী রেজাউল হক ও বিচারপতি এবিএম আলতাফ হোসেনের সমন্বয়ে হাইকোর্ট বেঞ্চ এ আদেশে দেন।

হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের পক্ষে এ রিট দায়ের করা হয়। আবেদনের পক্ষে আদালতে শুনানি করেন অ্যাডভোকেট মঞ্জুর মোরশেদ।

(দ্য রিপোর্ট/এসএ/ইইউ/জেএম/আরকে/ফেব্রুয়ারি ১৮, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

অপরাধ ও আইন এর সর্বশেষ খবর

অপরাধ ও আইন - এর সব খবর