thereport24.com
ঢাকা, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১,  ২৩ জমাদিউল আউয়াল 1446

রাবিতে ব্যবহৃত পিস্তল মহিষবাথানে উদ্ধার, আটক ১

২০১৪ ফেব্রুয়ারি ১৮ ১৪:২৯:২০
রাবিতে ব্যবহৃত পিস্তল মহিষবাথানে উদ্ধার, আটক ১

রাজশাহী অফিস : রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলায় ব্যবহৃত আগ্নেয়াস্ত্রসহ তরিকুল ইসলাম তরুকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। মঙ্গলবার সকাল ৯টার দিকে তাকে আটক করা হয়।

রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ নগরীর মহিষবাথান এলাকায় অভিযান চালায়। এ সময় ওই এলাকায় রাস্তায় দাঁড়িয়ে থাকা অবস্থায় তরিকুলকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে একটি বিদেশি পিস্তল, ৬ রাউন্ড গুলি ও একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়।

সাইদুর রহমান আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তরিকুল স্বীকার করেছে তার কাছ থেকে পাওয়া অস্ত্র ও গুলি রাবিতে আন্দোলনরত শিক্ষার্থীর ওপর হামলায় ব্যবহার করা হয়েছিল। পরে বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হলে অস্ত্র ও গুলি হাতবদল হয়ে তার কাছে আসে।

অস্ত্রটি কার এমন প্রশ্নের জবাবে তরিকুল জানিয়েছে, এটি তার একজন ঘনিষ্ঠ বড় ভাইয়ের।

আটক তরিকুল নগরীর বালিয়াপুকুর এলাকার মুন্না শেখের ছেলে।

প্রসঙ্গত, ২ ফেব্রুয়ারি রাবিতে আন্দোলনরত সাধারণ শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগ নেতাকর্মীরা প্রকাশ্যে আগ্নেয়াস্ত্র নিয়ে হামলা চালায়।

(দ্য রিপোর্ট/এমএইচজে/এফএস/এসকে/শাহ/ফেব্রুয়ারি ১৮, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর