thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি 25, ২ মাঘ ১৪৩১,  ১৬ রজব 1446

ভারতে পুলিশের গুলিতে ৭ মাওবাদী নিহত

২০১৪ ফেব্রুয়ারি ১৮ ১৫:৩০:০৯
ভারতে পুলিশের গুলিতে ৭ মাওবাদী নিহত

দ্য রিপোর্ট ডেস্ক : ভারতের মহারাষ্ট্র প্রদেশে পুলিশের গুলিতে সাত মাওবাদী নিহত হয়েছেন। পুলিশের বরাত দিয়ে বিবিসি এ খবর জানিয়েছে।

গাদচিরোলি জেলায় টহলরত পুলিশের ওপর সোমবার মাওবাদীরা হামলা চালায়। জবাবে পুলিশও পাল্টা গুলি ছুড়লে এ ঘটনা ঘটে বলে জেলার পুলিশ কর্মকর্তা রবীন্দ্র কদম বিবিসি হিন্দিকে জানিয়েছেন।

ঘটনাস্থল থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে বলেও জানিয়েছেন তিনি।

এর আগে ২০১২ সালের মার্চে গাদচিরোলি জেলায় মাওবাদীদের হামলায় কমপক্ষে ১৫ জন পুলিশ সদস্য নিহত হন।

ছত্রিশগড় সীমান্তে অবস্থিত গাদচিরোলি জেলা মাওবাদীদের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত। উত্তর-পশ্চিমাঞ্চল থেকে শুরু করে ভারতের কয়েকটি প্রদেশের বেশকিছু এলাকা মাওবাদীদের নিয়ন্ত্রণে। ভারতের ছয়শ’রও বেশি জেলায় তারা সক্রিয়। মাওবাদীদের দাবি, তারা দরিদ্রদের অধিকার রক্ষার জন্য লড়াই করছে।

১৯৬০ সালের শেষের দিকে পশ্চিমবঙ্গে সশস্ত্র কার্যক্রম শুরু করে মাওবাদীরা। ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের ভাষায়, দেশটির অভ্যন্তরীণ নিরাপত্তার ক্ষেত্রে বড় চ্যালেঞ্জ মাওবাদীরা। সূত্র : বিবিসি

(দ্য রিপোর্ট/কেএন/আরকে/ফেব্রুয়ারি ১৮, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর