thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ণ ১৪৩১,  ২৪ জমাদিউল আউয়াল 1446

কক্সবাজারে ২০ রাষ্ট্রদূতের বিভিন্ন স্পট পরিদর্শন

২০১৪ ফেব্রুয়ারি ১৮ ১৬:২০:২২
কক্সবাজারে ২০ রাষ্ট্রদূতের বিভিন্ন স্পট পরিদর্শন

কক্সবাজার প্রতিনিধি : বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজারে আনন্দময় পরিবেশে বিভিন্ন স্পট পরিদর্শন করছেন বাংলাদেশে নিযুক্ত ২০টি দেশের রাষ্ট্রদূত। তাদের সঙ্গে রয়েছেন বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমও।

তারা মঙ্গলবার সকালে কক্সবাজারের রামুর পুনর্নির্মিত বৌদ্ধ বিহার পরিদর্শন করেন। প্রথমে ১০০ ফুট সিংহশয্যা গৌতম বৌদ্ধমূর্তি ও উত্তর মিঠাছড়ি বিমুক্তি বিদর্শন ভাবনা কেন্দ্রে পৌঁছান তারা।

এ সময় কেন্দ্রের পরিচালক করুনাশ্রী থের ও সাধারণ সম্পাদক সাংবাদিক নীতিশ বড়ুয়া ফুল দিয়ে তাদের অভিনন্দন জানান।

পরে কূটনীতিকরা রামু কেন্দ্রীয় সীমা বিহার পরিদর্শনে যান। এ সময় অতিথিদের স্বাগত জানিয়ে বক্তব্য রাখেন, বিহার অধ্যক্ষ পণ্ডিত সত্যপ্রিয় মহাথের। অনুষ্ঠানে স্থানীয় সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল, সরকারি পদস্থ কর্মকর্তা ও বৌদ্ধ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

পরিদর্শনকালে কূটনীতিকরা সরকারি সহায়তায় দ্রুত ক্ষতিগ্রস্ত বৌদ্ধ বিহার নির্মাণ করে দেওয়ায় সন্তোষ প্রকাশ করেন।

পরে কূটনীতিকরা কক্সবাজারে মৎস্য প্রক্রিয়াজাতকরণ প্রকল্প পরিদর্শন করেন। সন্ধ্যায় সমুদ্র সৈকত সংলগ্ন একটি রিসোর্টে বিশেষ পার্টিতে অংশ নেবেন তারা। এরপর বুধবার সকালে কক্সবাজার ত্যাগ করবেন তারা।

এর আগে সোমবার বেলা ১২টার দিকে কক্সবাজার আসেন- রাশিয়া, ব্রাজিল, সিঙ্গাপুর, পাকিস্তান, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া, সিঙ্গাপুর, মিয়ানমার, তুরস্ক, নেদারল্যান্ড, মালদ্বীপ, নেপাল, ভুটান, ভিয়েতনাম ও ব্রুনাই দারুস সালামসহ ২০টি দেশের মিশন প্রধান। তারা সোমবার বিকেলে ইনানী সৈকতে বিচ ভলিবল এবং ঘুড়ি উড়িয়ে আনন্দ করেন।

(দ্য রিপোর্ট/এসএ/এনডিএস/সা/ফেব্রুয়ারি ১৮, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর