thereport24.com
ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি 25, ২৮ পৌষ ১৪৩১,  ১১ রজব 1446

ঝিনাইদহে নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন

২০১৪ ফেব্রুয়ারি ১৮ ১৬:২৯:৪৩
ঝিনাইদহে নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন

ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহের চারটি উপজেলায় নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। ইতোমধ্যে উপজেলা পরিষদ থেকে ব্যালট বাক্সসহ নির্বাচনী সামগ্রী প্রতিটি কেন্দ্রের প্রিসাইডিং অফিসারদের কাছে পাঠিয়ে দেওয়া হয়েছে।

জেলা রিটার্নিং অফিসার শেখ রফিকুল ইসলাম ও পুলিশ সুপার আলতাফ হোসেন মঙ্গলবার দুপুরে দ্য রিপোর্টকে এ তথ্য নিশ্চিত করেছেন।

উপজেলাগুলো হলে- সদর, শৈলকুপা, কালীগঞ্জ ও কোটচাঁদপুর। এ চারটি উপজেলায় মোট ভোটার সংখ্যা ৮ লাখ ৪০ হাজার ৮১৪। ভোটকেন্দ্র ৩৮৮টি।

প্রশাসনের পক্ষ থেকে সুষ্ঠু নির্বাচন সম্পন্ন করার জন্য ১০ প্লাটুন বিজিবি, ১০ প্লাটুন সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। এ ছাড়া র‌্যাব ও পুলিশসহ প্রতিটি উপজেলায় চারজন করে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালনা করা হবে। প্রতিকেন্দ্রে ১৬ পুলিশ, আনসার ও বিজিবি সদস্য দায়িত্ব পালন করবে।

চার উপজেলায় চেয়ারম্যান পদে ২৪, ভাইস চেয়ারম্যান পদে ২২ ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ১৩ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন।

(দ্য রিপোর্ট/আরএইচ/ইইউ/এমএআর/সা/ফেব্রুয়ারি, ১৮, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর