thereport24.com
ঢাকা, বুধবার, ১৫ জানুয়ারি 25, ২ মাঘ ১৪৩১,  ১৫ রজব 1446

লোকসভা নির্বাচনে ব্যয় সাড়ে ৩ হাজার কোটি রুপি

২০১৪ ফেব্রুয়ারি ১৮ ১৬:৪২:০৮
লোকসভা নির্বাচনে ব্যয় সাড়ে ৩ হাজার কোটি রুপি

দ্য রিপোর্ট ডেস্ক : ভারতের আসন্ন লোকসভা নির্বাচনে সাড়ে তিন হাজার কোটি রুপি ব্যয় হবে বলে জানিয়েছে দেশটির নির্বাচন কমিশন। তবে এর মধ্যে নিরাপত্তা ও রাজনৈতিক দলগুলোর ব্যয় অন্তর্ভুক্ত নয়। খবর টাইমস অব ইন্ডিয়ার।

দেশটিতে গত ২০০৯ সালের লোকসভা নির্বাচনে ব্যয় হয়েছিল ১৪০০ কোটি রুপি। সেই হিসেবে এবারের নির্বাচনে প্রায় ১৫০ গুণ বেশি খরচ হবে।

নির্বাচন কমিশনের (ইসি) এক কর্মকর্তা বলেন, ‘প্রত্যেক রাজ্যকেই ব্যয়ের তালিকা কেন্দ্রে পাঠাতে হবে। আইন মন্ত্রণালয় তথ্যগুলো পর্যবেক্ষণ করে কেন্দ্রকে অর্থ ছাড়ের সুপারিশ করবেন। ইসির প্রাথমিক হিসাব অনুযায়ী লোকসভা নির্বাচনে ব্যয় হবে সাড়ে তিন হাজার কোটি রুপি। তবে চূড়ান্ত পরিমাণ এর কম-বেশি হতে পারে।’

ভোটদানে জনগণকে উৎসাহিত করতে প্রচারণা বাবদ ইসিকে প্রচুর অর্থ খরচ করতে হয়েছে বলেও জানিয়েছেন তিনি। ডিজিটাল পদ্ধতিতে প্রচারণা ও এই কাজে নিয়োজিত কর্মীদের বেতন দিতে গিয়ে খরচ বেড়ে গেছে বলে তিনি জানান।

দক্ষিণ এশিয়ার বৃহৎ এ দেশটিতে প্রথম সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল ১৯৫২ সালে। সে সময় খরচ হয়েছিল ১০ কোটি ৪৫ লাখ রুপি।

প্রসঙ্গত, ভারতের জাতীয় সংসদ নির্বাচন বিশ্বের সবচেয়ে বড় গণতান্ত্রিক নির্বাচন।

(দ্য রিপোর্ট/এসকে/আরকে/ফেব্রুয়ারি ১৮, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর