thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ৭ জানুয়ারি 25, ২৩ পৌষ ১৪৩১,  ৭ রজব 1446

রাসেলই আল কায়েদার অডিও প্রচারক : র‌্যাব

২০১৪ ফেব্রুয়ারি ১৮ ১৬:৫১:৪৩
রাসেলই আল কায়েদার অডিও প্রচারক : র‌্যাব

দ্য রিপোর্ট প্রতিবেদক :রাসেলের মাধ্যমেই বাংলাদেশে আল কায়েদার অডিও বার্তাটি দেশের বিভিন্ন মাধ্যমে প্রচার হয় বলে জানিয়েছে র‌্যাব। বহুল আলোচিত আন্তর্জাতিক জঙ্গি সংগঠন আল-কায়েদার কথিত অডিও বার্তাটি প্রচারের অভিযোগে আটক মো. রাসেল বিন সাত্তার (২১) দেশবিরোধী বিভিন্ন অপপ্রচারের সঙ্গেও যুক্ত। এমনকি সে উগ্র ইসলামী চেতনা ধারণ করে ইন্টারনেটের মাধ্যমে নিজস্ব মতবাদ প্রচার করত।

র‌্যাব সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনে এ সব তথ্য জানান মিডিয়া অ্যান্ড লিগাল উইংয়ের পরিচালক এটিএম হাবিবুর রহমান।

টাঙ্গাইলের মির্জাপুর এলাকায় মঙ্গলবার ভোর সাড়ে ৫টার দিকে অভিযান চালিয়ে রাসেলকে আটক করা হয়।

হাবিবুর রহমান বলেন, কথিত অডিও বার্তাটি বিভিন্ন মিডিয়ায় আলোচিত হলে র‌্যাবের গোয়েন্দা টিম এর উৎস এবং কারা এর সঙ্গে জড়িত এ বিষয়ে অনুসন্ধান চালাতে থাকে। এরই ধারাবাহিকতায় কয়েকটি টিম কাজ শুরু করে।

তিনি আরও জানান, রাসেল টাঙ্গাইলের একটি টেক্সটাইল ইনস্টিটিউটের মাস্টার্স শেষ বর্ষের ছাত্র এবং একজন দক্ষ আইটি বিশেষজ্ঞ। সে ফেসবুক ও কয়েকটি ওয়েব সাইটের মাধ্যমে এর আগেও বিভিন্ন উগ্র মতবাদ ও বাংলাদেশ বিরোধী প্রচারণা চালায়।

গত বছর ৫ মে হেফাজতের ঘটনার পর ৭ মে সে তার ব্যক্তিগত ই-মেইলে ইরানের প্রেসিডেন্টের কাছে একটি মেইল করেছিল।

আটকের সময় তার কাছ থেকে তিনটি মোবাইল সেট, দুটি ল্যাপটপ এবং বিপুল সংখ্যক জিহাদী বই উদ্ধার করা হয়।

(দ্য রিপোর্ট/এএইচএ/এমএআর/আরকে/ফেব্রুয়ারি ১৮, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

অপরাধ ও আইন এর সর্বশেষ খবর

অপরাধ ও আইন - এর সব খবর