thereport24.com
ঢাকা, বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ১৩ অগ্রহায়ণ ১৪৩১,  ২৫ জমাদিউল আউয়াল 1446

‘বাংলাদেশকে অস্থিতিশীল করার পাঁয়তারা চলছে’

২০১৪ ফেব্রুয়ারি ১৮ ১৬:৫৪:৪১
‘বাংলাদেশকে অস্থিতিশীল করার পাঁয়তারা চলছে’

দ্য রিপোর্ট প্রতিবেদক : আল কায়েদার ভিডিও বার্তার মাধ্যমে বাংলাদেশকে অস্থিতিশীল করার পাঁয়তারা চলছে বলে মন্তব্য করেছে বাংলাদেশ মুক্তিযোদ্ধা মহাজোট সন্তান কমান্ড।

জাতীয় প্রেস ক্লাবের সামনে মঙ্গলবার দুপুরে বাংলাদেশ মুক্তিযোদ্ধা মহাজোট সন্তান কমান্ড’র এক মানববন্ধনে নেতৃবৃন্দ এ মন্তব্য করেন। ‘জামায়াত-হেফাজতি আদর্শ বাস্তবায়নে আল কায়েদার হিংস্র ছোবল রুখে দাঁড়াও বাংলাদেশ’ শীর্ষক এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

সংগঠনের কেন্দ্রীয় আহ্বায়ক মো. বেলায়েত হোসেন বলেন, যুদ্ধাপরাধীদের বিচারকে বাধাগ্রস্ত করতেই বিএনপি-জামায়াত পরিকল্পিতভাবে আল কায়েদাকে দিয়ে ভিডিও বার্তার মাধ্যমে বাংলাদেশকে অস্থিতিশীল করার পাঁয়তারা চালাচ্ছে।

তিনি আরও বলেন, আল কায়েদার এ দেশীয় এজেন্ট জামায়াত-হেফাজতের মাধ্যমে বাংলাদেশ বিরোধী অপপ্রচার চালিয়ে যাচ্ছে। যাতে যুদ্ধাপরাধীদের বিচার বাঞ্চাল হয়। কিন্তু এ দেশের একজন মুক্তিযোদ্ধা ও একজন মুক্তিযোদ্ধার সন্তান বেঁচে থাকতেও তাদের এই নীলনকশা সফল হবে না। নেতৃবৃন্দ প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সকল মুক্তিযোদ্ধাসহ মুক্তিযোদ্ধার সন্তান ও দেশবাসীকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

মানববন্ধনে সংগঠনের কেন্দ্রীয় আহ্বায়ক মো. বেলায়েত হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন- মো. মনিরুল হক, সালাহউদ্দিন আহমেদ, আমেনা সুলতানা বকুল, হাফিজ মাহবুবুর রহমান, নাজমুল হাসান পাখি, এএনএম ওয়ালীউর রহমান মোল্লা, শেখ লিয়াকত আলী, আলহাজ্জ্ব সাইদুজ্জামান তারা, মো. আকবর হোসেন, লুৎফুল্লাহিল মাজিদ প্রমুখ।

(দ্য রিপোর্ট/এসআর/এপি/সা/ফেব্রুয়ারি ১৮, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর