thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ২ জানুয়ারি 25, ১৮ পৌষ ১৪৩১,  ২ রজব 1446

আন্তর্জাতিক প্লাস্টিক পণ্য মেলা বৃহস্পতিবার শুরু

২০১৪ ফেব্রুয়ারি ১৮ ১৬:৫৫:৪১
আন্তর্জাতিক প্লাস্টিক পণ্য মেলা বৃহস্পতিবার শুরু

দ্য রিপোর্ট প্রতিবেদক : দুই লাখ দর্শনার্থীর লক্ষ্যমাত্রা নিয়ে বৃহস্পতিবার থেকে ঢাকায় শুরু হচ্ছে ৯ম আন্তর্জাতিক প্লাস্টিক পণ্য মেলা। বাংলাদেশ প্লাস্টিক দ্রব্য প্রস্তুতকারক ও রফতানিকারক অ্যাসোসিয়েশন (বিপিজিএমইএ) এবং তাইওয়ানের চাং চাও ইন্টারন্যাশনাল যৌথভাবে চার দিনব্যাপী এ মেলার আয়োজন করেছে।

বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ২০ ফেব্রুয়ারি থেকে ২৩ ফেব্রুয়ারি পর্যন্ত এ মেলা চলবে। অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত বৃহস্পতিবার দুপুর ১২টায় এ মেলার উদ্বোধন করবেন। এতে বিশেষ অতিথি হিসেবে থাকবেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু ও এফবিসিসিআই’র সভাপতি কাজী আকরাম উদ্দিন আহমেদ। এ ছাড়া দেশের বিশিষ্ট ব্যবসায়ী, শিল্পপতি, সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থাকবেন।

এক সংবাদ সম্মেলনের মাধ্যমে মঙ্গলবার এ তথ্য জানিয়েছেন বিপিজিএমইএ সভাপতি জসিম উদ্দিন।

৯ম আন্তর্জাতিক এ প্লাস্টিক মেলায় সেমিনার, সিম্পোজিয়াম, সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন থাকবে। এ ছাড়া থাকবে বায়ার-সেলার মিটিং। এবারের মেলায় প্লাস্টিক মেশিনারিজ, মোল্ড, কাঁচামাল উৎপাদনকারী ও সরবরাহকারী প্রতিষ্ঠানসহ প্লাস্টিক পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানের প্রায় ৩০০টি স্টল থাকবে।

(দ্য রিপোর্ট/এআই/এসকে/সা/ফেব্রুয়ারি ১৮, ২০১৪)

পাঠকের মতামত:

SMS Alert

অর্থ ও বাণিজ্য এর সর্বশেষ খবর

অর্থ ও বাণিজ্য - এর সব খবর