thereport24.com
ঢাকা, সোমবার, ২০ জানুয়ারি 25, ৬ মাঘ ১৪৩১,  ২০ রজব 1446

নদী দখলকারীরা নব্য রাজাকার : নৌমন্ত্রী

২০১৪ ফেব্রুয়ারি ১৮ ১৭:০৩:৫০
নদী দখলকারীরা নব্য রাজাকার : নৌমন্ত্রী

সাভার সংবাদদাতা : নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান বলেছেন, ‘যারা নদী দখলের পর অবৈধ স্থাপনা তৈরি ও দূষণ সৃষ্টি করে তারা নব্য রাজাকার।’

গাবতলী ও সাভারের আমিনবাজার বিআইডব্লিউটিএ’র ল্যান্ডিং স্টেশন সংলগ্ন তুরাগ নদী পরিদর্শনে এসে মঙ্গলবার দুপুরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ সব কথা বলেন তিনি।

শাজাহান খান বলেন, ‘যারা নদী দখলে জড়িত তাদের বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়েরসহ মোবাইল কোর্টের মাধ্যমে জেল-জরিমানা করতে খুব শিগগিরই অভিযান পরিচালনা করা হবে।’

নদী দখলকারী কাউকেই ছাড় দেওয়া হবে না উল্লেখ করে নৌপরিবহনমন্ত্রী বলেন, ‘ইতোমধ্যেই সিএস/আরএস অনুযায়ী জেলা প্রশাসকদের নদীর সীমানা পিলার নির্ধারণের জন্য বলা হয়েছে। এ ছাড়াও নদীর তীরে নতুন করে আর কোনো জমি লিজ না দিয়ে নদী সংলগ্ন তীরবর্তী এলাকায় ইকোপার্ক তৈরি করা হবে।’

এ সময় বিআইডব্লিটিএ’র চেয়ারম্যান মো. সামসুদ্দোহা খন্দকারসহ মন্ত্রণালয়ের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

(দ্য রিপোর্ট/এনএইচ/এনডিএস/এনআই/ফেব্রুয়ারি ১৮, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর