thereport24.com
ঢাকা, শনিবার, ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১,  ২৮ জমাদিউল আউয়াল 1446

‘যুক্তরাষ্ট্রের সঙ্গে বিএনপির সম্পর্কোন্নয়ন প্রয়োজন, আ.লীগের নয়’

২০১৪ ফেব্রুয়ারি ১৮ ১৭:০৫:৪৯
‘যুক্তরাষ্ট্রের সঙ্গে বিএনপির সম্পর্কোন্নয়ন প্রয়োজন, আ.লীগের নয়’

দ্য রিপোর্ট প্রতিবেদক : বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যের জবাবে আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, ‘যুক্তরাষ্ট্রের সঙ্গে বিএনপির সম্পর্কোন্নয়ন প্রয়োজন, আওয়ামী লীগের নয়। আওয়ামী লীগ ও বাংলাদেশ সরকারের সঙ্গে যুক্তরাষ্ট্রের বন্ধুত্বপূর্ণ সুসম্পর্ক রয়েছে।’

আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডিস্থ রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মঙ্গলবার বিকেলে তিনি এ সব কথা বলেন।

আল কায়েদা প্রধান আয়মান আল জাওয়াহিরির কথিত অডিও বার্তার পরিপ্রেক্ষিতে সোমবার মির্জা ফখরুল অভিযোগ করেছিলেন ‘আল কায়দা ইস্যুতে সরকার আমেরিকাকে কাছে টানতে চায়।’

সংবাদ সম্মেলনে হাছান মাহমুদ বলেন, ‘বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরে জঙ্গিবাদ ও আন্তর্জাতিক সন্ত্রাস দমনে একযোগে কাজ করে আসছে। যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের উদ্দেশ্য এক ও অভিন্ন।’

জঙ্গিবাদ ও আন্তর্জাতিক সন্ত্রাস দমনে দুই বন্ধুরাষ্ট্র ‘অ্যান্টি টেরোরিজম অ্যাসিস্ট্যান্স’ চুক্তি স্বাক্ষর করেছে। এই চুক্তির আওতায় যুক্তরাষ্ট্র বাংলাদেশে জঙ্গিবাদ ও সন্ত্রাস দমনে আইনশৃঙ্খলা বাহিনীর কিছু সদস্যকে প্রশিক্ষণের ব্যবস্থা করেছে বলে জানান হাছান মাহমুদ।

বিএনপি ক্ষমতায় আসতে না পেরে আন্তর্জাতিক সন্ত্রাসী গোষ্ঠীর সহায়তায় বাংলাদেশকে অস্থিতিশীল ও জঙ্গি রাষ্ট্রে পরিণত করার ষড়যন্ত্রে মেতে ওঠেছে বলেও অভিযোগ করেন তিনি।

‘জাওয়াহিরির বক্তব্যের সঙ্গে বিএনপি চেয়ারপারসন ও জামায়াতের বক্তব্য মিলে গেছে’ দাবি করে হাছান মাহমুদ বলেন, ‘জাওয়াহিরি বাংলাদেশে স্বাধীনতা ও সার্বভৌমত্ব নিয়ে কটাক্ষ করেছেন। যুদ্ধাপরাধীদের বিচার নিয়ে খালেদা জিয়ার মতই তিনি প্রশ্ন তুলেছেন, এমন কী কারাগারে আটক যুদ্ধাপরাধীদের মুক্তিরও দাবি করেছেন তিনি। তার এই বক্তব্য খালেদা জিয়ার বক্তব্যের সঙ্গে মিলে গেছে।’

তিনি আরও বলেন, ‘আওয়ামী লীগ দীর্ঘদিন ধরে দাবি করে আসছিল, জামায়াত-বিএনপি আন্দোলনের নামে নাশকতা করছে। তাদের সঙ্গে আন্তর্জাতিক জঙ্গি দলের সম্পর্ক রয়েছে।’

সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, দায়িত্বপ্রাপ্ত দফতর সম্পাদক আব্দুস সোবহান গোলাপ, উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক অসীম কুমার উকিল, কেন্দ্রীয় সদস্য সুজিত রায় নন্দী প্রমুখ।

(দ্য রিপোর্ট/এইউএ/এমএইচও/এমএআর/সা/ফেব্রুয়ারি ১৮, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর