thereport24.com
ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি 25, ২৮ পৌষ ১৪৩১,  ১১ রজব 1446

সিংড়ায় সর্বহারা পার্টির পোস্টারিং : জনমনে আতঙ্ক

২০১৪ ফেব্রুয়ারি ১৮ ১৭:২৪:০১
সিংড়ায় সর্বহারা পার্টির পোস্টারিং : জনমনে আতঙ্ক

নাটোর প্রতিনিধি : নাটোরের সিংড়া উপজেলার প্রত্যন্ত অঞ্চল চরমপন্থী অধ্যুষিত বড়গ্রাম ও তাড়াই বেলঘরিয়া বাজার এলাকায় নিষিদ্ধ ঘোষিত পূর্ববাংলা সর্বহারা পার্টির ব্যাপক পোস্টারিং ও ‘গণযুদ্ধ’ পত্রিকা দোকান, বাড়ির দেওয়ালে লাগানো হয়েছে। পোস্টারিংয়ের কারণে স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছে। মঙ্গলবার সরেজমিনে চলনবিল অঞ্চলের বিভিন্ন বাজার এলাকার সাধারণ জনগণের সঙ্গে কথা বলে এ তথ্য জানা যায়।

স্থানীয় সূত্র জানায়, উপজেলা নির্বাচনকে কেন্দ্র করে উপজেলার চরমপন্থী অধ্যুষিত ২নং ডাহিয়া ইউনিয়নের বড়গ্রাম ও তাড়াই বেলঘরিয়া বাজারসহ চলনবিলের বিভিন্ন এলাকায় গভীর রাতে পূর্ববাংলা সর্বহারা পার্টির উদ্যোগে শত শত পোস্টারিং ও ‘গণযুদ্ধ’ নামে পত্রিকা দোকান, বাড়ির দেওয়ালে লাগানো হয়। পোস্টারে লেখা ‘উপজেলা চেয়ারম্যান নয়, এমপি নয়...শ্রমিক কৃষক দরিদ্র ও সাধারণ মধ্যবিত্তদের হাতে ক্ষমতা চাই’।

এ ছাড়াও রয়েছে ‘বর্তমান হাসিনা সরকারের শাসন পদ্ধতি ভারতীয় আধিপত্যে মার্কিনের দালালি নির্ভর নয়ারূপের বাকশালী স্বৈরতন্ত্র, দেশব্যাপী গণযুদ্ধ গড়ে তুলুন, সর্বহারা আন্তর্জাতিকতাবাদ জিন্দাবাদ’ এ রকম আহ্বান জানানো হয়েছে। পোস্টারের নিচে পূর্ব বাংলার সর্বহারা পার্টি (সিসি) উত্তরাঞ্চল শাখা, ফেব্রুয়ারি/২০১৪ উল্লেখ রয়েছে। এ ছাড়াও নির্বাচনে কেন মুক্তি নেই, বিপ্লব কেন প্রয়োজন শিরোনামে ‘গণযুদ্ধ’ পত্রিকা লাগানো রয়েছে। পত্রিকার নিচে লেখা রয়েছে- ‘দেশবিরোধী টিকফা চুক্তি প্রত্যাখ্যান করুন! মার্কিন দালাল বুর্জোয়া শাসক শ্রেণী ও শেখ হাসিনা সরকারের দেশদ্রোহী চরিত্রকে উন্মোচন করুন!’

সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে দ্য রিপোর্টকে জানান, কে বা কারা এ কাজ করেছে তা তদন্ত করে দেখা হচ্ছে।

(দ্য রিপোর্ট/এসআই/এপি/সা/ফেব্রুয়ারি ১৮, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর